Rinku Singh: বিশ্বকাপে জায়গা পাকা KKR তারকার, রিঙ্কুকে নিয়ে কী বললেন কোচ রাহুল দ্রাবিড়?

IND vs AFG: উচ্ছ্বাস প্রকাশ করার মতোই ইনিংস খেলেছেন রিঙ্কু। শুধু তাই নয়, সুপার ওভারেও নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। অনেক দিন পর ভারতীয় ক্রিকেটে রিঙ্কুর মতো ক্রিকেটার উঠে এসেছেন। সাদা বলের ক্রিকেটে তিনি যে ভারতের আগামী দিনের ভরসা হতে চলেছেন, সন্দেহ নেই। মিডল অর্ডারে ভরসা দেবেন। যে কারণে যুবরাজ সিংয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটার পর্যন্ত বলে দিয়েছেন, রিঙ্কু তাঁরই মতো খেলেন।

Rinku Singh: বিশ্বকাপে জায়গা পাকা KKR তারকার, রিঙ্কুকে নিয়ে কী বললেন কোচ রাহুল দ্রাবিড়?
Rinku Singh: বিশ্বকাপে জায়গা পাকা KKR তারকার, রিঙ্কুকে নিয়ে কী বললেন কোচ রাহুল দ্রাবিড়?Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2024 | 1:40 PM

কলকাতা: যখন ক্রিজে নেমেছিলেন, মনে হয়নি বুক চিতিয়ে লড়াই করবেন। ভারতীয় টিমের তরুণ ক্রিকেটার হিসেবে চেষ্টা করবেন। টিমকে এগিয়ে দেবেন খানিকটা। এটুকুই তো যথেষ্ট। আগ্রাসনের সঙ্গে যে ধৈর্য আছে, পাল্টা করার মানসিকতা আছে, আর আছে উইকেট না খোয়ানোর প্রবণতা। ৩৯ বলে নট আউট ৬৯ রানের ইনিংস রিঙ্কু সিংকে (Rinku Singh) একধাক্কায় তারকার তকমা দিয়েছে। ২২-৪ যখন ক্রিজে এসেছিলেন। একদিকে রোহিত শর্মা দুরন্ত ব্যাট করছেন। অন্য দিকে যদি উইকেট আগলে না দাঁড়াতেন, হয়তো টিম জয়ের মুখ দেখত না। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পাকা করে ফেললেন উত্তরপ্রদেশের ক্রিকেটার। কেকেআর থেকে উঠে আসা এই রিঙ্কুই এখন নতুন সেনসেশন ভারতীয় ক্রিকেটের। ম্যাচের পর ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) প্রশাংসায় ভরিয়ে দিয়েছেন। এ বার কোচ রাহুল দ্রাবিড়ও মুগ্ধতা প্রকাশ করলেন। কী বললেন রিঙ্কুকে নিয়ে?

রোহিত-রিঙ্কু জুটিতে ১৯০ রান তুলেছে। যা আফগানদের বিরুদ্ধে লড়াই করার মতো রান ছিল। কিন্তু ম্যাচ পর পর দু’বার সুপার ওভারে যায়। শেষ পর্যন্ত রোহিতের টিমই জিতেছে ম্যাচটা। জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কোচ দ্রাবিড় কিন্তু রিঙ্কুকে নিয়ে বলে দিচ্ছেন, ‘ও অসাধারণ খেলেছে। সদ্য কয়েক মাস হল আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছে। তার পরও এমন দায়িত্বশীল ক্রিকেট খুব কম দেখা যায়। কতটা পরিণত আর ঠান্ডা স্বভাবের, দেখলেই বোঝা যায়। এর আগে ওকে ইনিংস শেষ করে আসতে দেখতাম। কিন্তু এই ম্যাচে ওর কাছে বিরাট পরীক্ষা ছিল। টিম ২২-৪ হয়ে গিয়েছে। সেখান থেকে একটা বড় পার্টনারশিপ তৈরি করল। দেখিয়ে দিল রিঙ্কু কী করতে পারে।’

উচ্ছ্বাস প্রকাশ করার মতোই ইনিংস খেলেছেন রিঙ্কু। শুধু তাই নয়, সুপার ওভারেও নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। অনেক দিন পর ভারতীয় ক্রিকেটে রিঙ্কুর মতো ক্রিকেটার উঠে এসেছেন। সাদা বলের ক্রিকেটে তিনি যে ভারতের আগামী দিনের ভরসা হতে চলেছেন, সন্দেহ নেই। মিডল অর্ডারে ভরসা দেবেন। যে কারণে যুবরাজ সিংয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটার পর্যন্ত বলে দিয়েছেন, রিঙ্কু তাঁরই মতো খেলেন। দ্রাবিড় একই সঙ্গে বলছেন, ‘রিঙ্কু কী করতে পারে, সেটা আমরাও পরিষ্কার বুঝতে পেরেছি। রিঙ্কুর কিন্তু নিজের ক্ষমতা সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা আছে। ওর শক্তি কোথায়, জানে। সেই কারণে নিজের দুর্বলতা নিয়ে কাজ করতে পারে। আর তাই নিজেকে প্রয়োজন মতো মেলে ধরতে পারে।’