Ravi Bishnoi: আমার হার্টবিট বেড়ে গিয়েছিল… আফগানদের হারিয়ে বলছেন বিষ্ণোই

IND vs AFG: মুকেশ কুমার যে বল করতে পারবেন না, জানা ছিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম বেশ ছোট। দ্বিতীয় সুপার ওভারে কাকে বল করতে দেবেন ক্যাপ্টেন রোহিত শর্মা? আবেশ খান ছিলেন। কিন্তু অবাক করে দিয়ে রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) এগিয়ে দিয়েছিলেন রোহিত। তখনও মনে হয়নি স্ট্র্যাটেজি কাজে লাগতে পারে। মাপা লেন্থ আর ঘূর্ণিতে যে মহম্মদ নবি, করিম জনত, রহমৎউল্লাহ গুরবাজদের থামিয়ে দেবেন, কে জানত।

Ravi Bishnoi: আমার হার্টবিট বেড়ে গিয়েছিল... আফগানদের হারিয়ে বলছেন বিষ্ণোই
Ravi Bishnoi: আমার হার্টবিট বেড়ে গিয়েছিল... আফগানদের হারিয়ে বলছেন বিষ্ণোইImage Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2024 | 1:55 PM

কলকাতা: মুকেশ কুমার যে বল করতে পারবেন না, জানা ছিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম বেশ ছোট। দ্বিতীয় সুপার ওভারে কাকে বল করতে দেবেন ক্যাপ্টেন রোহিত শর্মা? আবেশ খান ছিলেন। কিন্তু অবাক করে দিয়ে রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) এগিয়ে দিয়েছিলেন রোহিত। তখনও মনে হয়নি স্ট্র্যাটেজি কাজে লাগতে পারে। মাপা লেন্থ আর ঘূর্ণিতে যে মহম্মদ নবি, করিম জনত, রহমৎউল্লাহ গুরবাজদের থামিয়ে দেবেন, কে জানত। ৩ বলে দুটো উইকেট তুলে টিমকে জিতেছেন তরুণ লেগস্পিনার। যা দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কোচ থেকে ক্যাপ্টেন। দ্বিতীয় সুপার ওভারে যখন রোহিত তাঁর হাতে তুলে দিয়েছিলেন বল, তখন কী ভাবনা চলছিল বিষ্ণোইয়ের?

তরুণ স্পিনার নিজেকে লুকোতে চাননি। বরং বলে দিয়েছেন, ‘ওই সময় আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। তবে উপভোগও করছিলাম। এর আগেও আমি ডাবল সুপার ওভার খেলেছি। যে কারণে একটা ধারণা ছিলই। আবেশ আর আমাকে আগে থেকেই তৈরি থাকতে বলা হয়েছিল। মানসিক প্রস্তুতি নিয়েও রেখেছিলাম। কিন্তু আফগানিস্তান টিমের দুই ডানহাতি ব্যাটার আর লেগসাইডে লং বাউন্ডারি দেখার পর আমাকেই বল করতে ডাকা হয়।’

সুপার ওভার হলেও চাপ নেননি রবি। বরং নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছেন। কী ছিল তাঁর পরিকল্পনা? বললেন, ‘স্টাম্প টু স্টাম্প বল করতে চেয়েছিলাম। ব্যাক লেন্থে বল রাখার চেষ্টা করেছি, যাতে সোজা শট নিতে সুবিধা না হয়। ব্যাকফুটে ওরা রান করার চেষ্টা করেছিল। এই চেষ্টাটা সফল হওয়ায় আমি খুশি। দেশের হয়ে খেলতে নেমে দ্বিতীয় সুপার ওভার জেতাতে পেরেছি, এর থেকে ভালো আর কী হতে পারে! আমি চমৎকার ডেলিভারি রেখেছি। রঞ্জি ট্রফিতেও যাতে ভালো বল করতে পারি, সেই চেষ্টা থাকবে।’