India vs Pakistan : শ্রীলঙ্কায় ভারত-পাক ম্যাচ ভেস্তে দেবে বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস বলছে…
পাল্লেকেলেতে ২ সেপ্টেম্বরের ভারত-পাক ম্যাচে বাধা সৃষ্টি করতে পারে বৃষ্টি। কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
কলকাতা : শুরু হয়ে গিয়েছে ২০২৩ এশিয়া কাপ (Asia Cup 2023)। উদ্বোধনী ম্যাচে নেপালকে দুশোর বেশি রানে হারিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন ভারত-পাকিস্তান ম্যাচের। ২২ গজের এই হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর (India vs Pakistan)। এই ম্যাচ নিয়ে আলোচনার শেষ নেই। চলতি বছরের প্রথম বার ২২ গজে মুখোমুখি দুই টিম। শ্রীলঙ্কার পাল্লেকেলে মেন ইন ব্লু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে। বাবর আজমরা দুরন্ত ছন্দে রয়েছেন। অন্যদিকে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া ভারতীয় দল ভুগছে চোট আঘাতের সমস্যায়। বিশ্বের ১ নম্বর ওডিআই টিম পাকিস্তানের বিরুদ্ধে রোহিতদের লড়াইটা সহজ হবে না। দুই দেশকে প্রতিপক্ষ দল যতটা চিন্তায় রেখেছে তার চেয়েও বেশি আশঙ্কা আবহাওয়া নিয়ে। শনিবাসরীয় এশিয়া কাপ ম্যাচ চলাকালীন বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপের জন্য ৩০ অগস্ট শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। পাল্লেকেলেতে আজ শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ রয়েছে। এই ম্যাচটিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘে ঢাকা। বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ বলে জানিয়েছে ওয়েদার ডট কম। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২ সেপ্টেম্বরের ম্যাচ চলাকালীন ৯০ শতাংশ বজ্রবৃষ্টির সম্ভাবনা। একই পূর্বাভাস দিয়েছে গুগল ওয়েদারঅ্যালাইন্স। ৯০ শতাংশ বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ। বৃষ্টি হতে পারে চার থেকে পাঁচ ঘণ্টার মতো। শ্রীলঙ্কায় এখন বর্ষা বিদায় নেওয়ার পালা। সিজনের শেষদিকে ভারত-পাকিস্তান ম্যাচ ভাসিয়ে দিতে পারে দ্বীপরাষ্ট্রের বর্ষা।
ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
নেপালের বিরুদ্ধে জিতে পয়েন্ট টেবলে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে জিতে সুপার ফোরে পা রাখতে চাইছে তারা। ম্যাচ যদি ভেস্তেও যায় সেক্ষেত্রেও পাকিস্তান সুপার ফোরে চলে যাবে। তখন নেপালের বিরুদ্ধে ম্যাচটি মরণ বাঁচন ম্যাচ হয়ে দাঁড়াবে ভারতের কাছে। নেপাল তেমন শক্তিশালী প্রতিপক্ষ না হলেও এমন পরিস্থিতিতে পড়তে চাইবে না ভারত। এর পাশাপাশি দীর্ঘদিন অপেক্ষায় থাকার পরও ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন ক্রিকেটপ্রেমীরা।