RR vs SRH : রয়্যালসের হারেও চাহালের বিরাট ইতিহাস

Rajasthan Royals vs Sunrisers Hyderabad Post Match : শেষ বলে ম্যাচ জিতল সানরাইজার্স। রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন একটি ক্যাচ এবং রান আউট মিস করেন। নয়তো ম্যাচের ফল অন্যরকম হতেই পারতো। ম্যাচ শেষে সঞ্জু বলেন, 'এ ধরনের ম্যাচই আইপিএলের আকর্ষণ বাড়ায়। ম্যাচ শেষ না হওয়া অবধি ভাবতে নেই, জিতে গিয়েছি।'

RR vs SRH : রয়্যালসের হারেও চাহালের বিরাট ইতিহাস
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2023 | 2:57 AM

দীপঙ্কর ঘোষাল : কয়েকটা দিন আগের কথা। TV9Bangla Sportsএর তরফে একটি প্রতিবেদন লেখা হয়েছিল। ডোয়েন ব্র্যাভোর রেকর্ড কে আগে ভাঙতে পারেন? এখনও অবধি এই রেকর্ড অক্ষত। তবে তাঁর রেকর্ড ছুঁলেন রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রয়েছে ডোয়েন ব্র্যাভোর। তিনি এখন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬১টি ম্য়াচে ১৮৩টি উইকেট নিয়েছেন ডিজে ব্র্য়াভো। আইপিএলের উদ্বোধনী সংস্করণ থেকেই খেলেছেন এই ক্যারিবিয়ান তারকা। তাঁর স্পেশালিটি ছিল মিডল ওভারে পার্টনারশিপ ভাঙা। প্রত্যাশিত ভাবেই তাঁকে ছুঁয়ে ফেললেন যুজবেন্দ্র চাহাল। বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

সানরাইজার্স হায়দরাবাদের কাছে শেষ ওভারে হার রাজস্থান রয়্যালস। এ বারের আইপিএলেই তাঁর রেকর্ড ভেঙে যেতে পারে, এমনটাই প্রত্যাশা ছিল। তার জন্য সকলের চেয়ে এগিয়ে ছিলেন যুজবেন্দ্র চাহালই। ২০১৩ সাল থেকে আইপিএল খেলছেন চাহাল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অনবদ্য বোলিং করলেন চাহাল। চার ওভারের স্পেলে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন চাহাল। ম্যাচ জিতলে হয়তো তাঁর পারফরম্যান্স দাম পেত। তবে এ দিনের চার উইকেটে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় ডোয়েন ব্র্যাভোকে ছুঁয়ে ফেললেন রাজস্থান রয়্যালসের এই লেগ স্পিনার। মাত্র ১৪২ ম্যাচেই এই রেকর্ড ছুঁলেন চাহাল। হয়তো পরের ম্য়াচেই ব্র্যাভোকে ছাপিয়ে যাবেন।

ব্র্যাভোর রেকর্ড সঙ্কটে! উইকেট সংখ্যায় কে ছাপিয়ে যেতে পারেন?

টস জিতে ব্যাটিং নেয় রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ২১৫ রানের বিশাল লক্ষ্য দেয় তারা। আইপিএলের ইতিহাসে এর আগে ২০০ প্লাস স্কোর তাড়া করে জেতেনি সানরাইজার্স। এই ম্য়াচে পরিসংখ্যান বদলে গেল। শেষ বলে ম্য়াচ জিতল সানরাইজার্স। রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন একটি ক্যাচ এবং রান আউট মিস করেন। নয়তো ম্যাচের ফল অন্যরকম হতেই পারতো। ম্য়াচ শেষে সঞ্জু বলেন, ‘এ ধরনের ম্যাচই আইপিএলের আকর্ষণ বাড়ায়। ম্যাচ শেষ না হওয়া অবধি ভাবতে নেই, জিতে গিয়েছি।’