Wriddhiman Saha: যুবরাজ সিংয়ের চার উইকেট, পাল্টা লড়াই ঋদ্ধিমানদের

Ranji Trophy 2024, Yuvraj Singh: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রেলওয়েজ অধিনায়ক উপেন্দ্র যাদব। রেলওয়েজের গত ম্যাচে আগুনে বোলিং করেছিলেন আকাশ পান্ডে। গোয়ার বিরুদ্ধে দু-ইনিংস মিলিয়ে ১৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন আকাশ। ত্রিপুরার বিরুদ্ধে জ্বলে উঠলেন যুবরাজ সিং। তাঁর ৪ উইকেটের সৌজন্যে ত্রিপুরা প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানেই অলআউট। ব্যাট হাতে সুবিধে করতে পারেননি অধিনায়ক ঋদ্ধিমান সাহা। তবে নেতৃত্বে নজর কাড়লেন।

Wriddhiman Saha: যুবরাজ সিংয়ের চার উইকেট, পাল্টা লড়াই ঋদ্ধিমানদের
Image Credit source: X
Follow Us:
| Updated on: Feb 16, 2024 | 6:45 PM

রঞ্জি ট্রফিতে এ বারের লিগ পর্বের শেষ রাউন্ড চলছে। ঘরের মাঠে রেলওয়েজের মুখোমুখি ত্রিপুরা। নকআউটের সম্ভাবনা নেই দু-দলেরই। তবে মরসুমের শেষ ম্যাচে জয়েই লক্ষ্য দু-দলের। যদিও ঘরের মাঠে প্রবল চাপে পড়ে ত্রিপুরা। সৌজন্যে যুবরাজ সিং। সেখান থেকে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় ত্রিপুরা। এই ম্যাচে এখন কোনও দলকেই অ্যাডভান্টেজ বলা যায় না। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় আত্মবিশ্বাসী ঋদ্ধিমান সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রেলওয়েজ অধিনায়ক উপেন্দ্র যাদব। রেলওয়েজের গত ম্যাচে আগুনে বোলিং করেছিলেন আকাশ পান্ডে। গোয়ার বিরুদ্ধে দু-ইনিংস মিলিয়ে ১৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন আকাশ। ত্রিপুরার বিরুদ্ধে জ্বলে উঠলেন যুবরাজ সিং। তাঁর ৪ উইকেটের সৌজন্যে ত্রিপুরা প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানেই অলআউট। ব্যাট হাতে সুবিধে করতে পারেননি অধিনায়ক ঋদ্ধিমান সাহা। তবে নেতৃত্বে নজর কাড়লেন।

প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ৭২ রান তুলেছে রেলওয়েজ। ত্রিপুরার পেসার মণিশঙ্কর মুরাসিং নিয়েছেন ৩ উইকেট। প্রথম ইনিংসে এখনও ৭৭ রানের লিড রয়েছে ত্রিপুরার। রেলওয়েজের হয়ে ক্রিজে রয়েছেন অভিজ্ঞ অরিন্দম ঘোষ। উল্টো দিকে, আকাশ পান্ডে। তাঁরও ব্যাটের হাত ভালো। ঋদ্ধিমানদের নজর থাকবে দ্রুত তিন উইকেট তুলে প্রথম ইনিংস লিড নেওয়া।