Ravichandran Ashwin : ভারত নয়, অন্য টিমকে বিশ্বকাপ জয়ের দাবিদার ধরছেন অশ্বিন!

ICC Cricket World Cup 2023 : ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জয়ের দাবিদার হিসেবে অন্য টিমের উপর বাজি ধরছেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু কেন?

Ravichandran Ashwin : ভারত নয়, অন্য টিমকে বিশ্বকাপ জয়ের দাবিদার ধরছেন অশ্বিন!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 4:45 PM

কলকাতা : ঘরের মাঠে বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) খেলার সুবিধের জন্য অ্যাডভান্টেজে থাকবে ভারতীয় দল। আগামী অক্টোবর-নভেম্বর মাসে বিশ্বকাপের জন্য় কমবেশি সকলেই ভারতকে ফেভারিট দল হিসেবে ধরছে। কিন্তু জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সেদিক মাড়ালেন না। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন অশ্বিন। ৩৬ বছরের এই সিনিয়র ক্রিকেটার হঠাৎ করেই ভারতকে বাদ দিয়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বেছে নিলেন ট্রফি জয়ের দাবিদার হিসেবে। টেস্ট ক্রিকেটের ১ নম্বর বোলারের এমন মন্তব্যে হইচই পড়ে গিয়েছে। কী কারণে মেন ইন ব্লুকে বিশ্বকাপে ‘ফেভারিট’ ধরছেন না অশ্বিন? এর পিছনে কি অন্য কারণ রয়েছে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

এখনও পর্যন্ত পাঁচ বার ওডিআই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে ভারতের মাটিতে ফেভারিট দল হিসেবে খেলতে আসছেন অজিরা। বলেছেন অশ্বিন। তাঁর কথায়, “এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া অন্যতম ফেভারিট টিম। আমি জানি সারা বিশ্বের লোক ভারতীয় দলকে ফেভারিট বলছে। আসলে বিশ্বের সব ক্রিকেটাররাই এটাকে স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছে। তারা প্রতিটি আইসিসি ইভেন্টের আগে ভারতকে ফেভারিট বলতে তাকে। নিজেদের উপর থেকে চাপ কমানোর জন্যই ওরা এটা করে। এতে আমাদের উপর অতিরিক্ত চাপ পড়ে যায়। ভারতীয় দল ফেভারিট টিমগুলির মধ্যে অন্যতম হতে পারে তবে অস্ট্রেলিয়া হচ্ছে পাওয়ার হাউস।”

ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল টিম অস্ট্রেলিয়া। ১৯৮৭ সালে অ্যালেন বর্ডারের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জিতেছিল ক্যাঙারুদের দেশ। ১২ বছর পর স্টিভ ওয়া ১৯৯৯ সালে বিশ্বকাপ ফিরিয়ে নিয়ে যান অস্ট্রেলিয়ায়। এরপর ২০০৩, ২০০৭ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতে একটিও ম্যাচ না হেরে। ২০১৫ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে পঞ্চম বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। অশ্বিন বলেছেন, “বিশ্ব ক্রিকেটের ল্যান্ডস্কেপ বদলে গিয়েছে। একটা সময় ওয়েস্ট ইন্ডিজ ছিল পাওয়ার হাউস। ১৯৮৭ সালের পর সেই জায়গা নিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া এখনও পাওয়ার হাউস”