TNPL 2023: বয়সের চাকা ঘুরছে উল্টো দিকে? অশ্বিনের ক্যাচ না দেখলে বিশ্বাস হবে না

Ravichandran Ashwin : কিছুটা দৌড়ে গিয়ে হাওয়ায় শরীর ভাসিয়ে দু হাতে ক্যাচ ধরেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৬ বছরের অশ্বিনের ক্যাচ দেখে বাহবা জানাচ্ছে নেটিজেনরা।

TNPL 2023: বয়সের চাকা ঘুরছে উল্টো দিকে? অশ্বিনের ক্যাচ না দেখলে বিশ্বাস হবে না
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 8:36 PM

কলকাতা: বিশ্বের পয়লা নম্বর টেস্ট অলরাউন্ডার চিনি। গত ১৩ বছর ধরে বিপক্ষের ব্যাটারদের তাঁর স্পিনাস্ত্রে ঘায়েল করেছেন। ব্যাট হাতেও বেশ স্বচ্ছন্দ। সুযোগ পেলে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন। একজন বোলারের থেকে নিজেকে অলরাউন্ডার হিসেবে দেখতে ভালোবাসেন। বয়সটা ছত্রিশ হলেও ব্যাটে-বলে বিপক্ষের ত্রাস অশ্বিন (Ravichandran Ashwin) টি-২০ ফরম্যাটে যে সমান প্রাসঙ্গিক তার প্রমাণ দিলেন আরও একবার। তামিলনাড়ু প্রিমিয়র লিগে খেলছেন ডিন্ডিগুল ড্রাগন্সের হয়ে। বুধবারের একটি ম্যাচে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ক্যাচ নিলেন। ছত্রিশের অশ্বিনের ফিটনেস দেখে তাজ্জব ক্রিকেট জগৎ। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পাননি। আপাতত একমাস জাতীয় দলের কোনও ম্যাচ নেই। সময়টাকে ভালোভাবে কাজে লাগাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটের মধ্যে থাকার জন্য তামিলনাড়ু প্রিমিয়র লিগে খেলছেন। বুধবার চিপক সুপার গিলিজের বিরুদ্ধে রাতে ম্যাচ ছিল ডিন্ডিগুলের। চিপক সুপারে ব্যাটার সঞ্জয় যাদবকে আউট করতে শূন্যে ডাইভিং দিয়ে ক্যাচ নেন অশ্বিন। ডিন্ডিগুলের ক্যার্টেন রবি শর্ট মিড-উইকেটে ফিল্ডিং করছিলেন। ১৪তম ওভারের দ্বিতীয় বলে বরুণ চক্রবর্তীর বল আকাশে তুলে দেন স্ট্রাইকে থাকা সঞ্জয় যাদব। কিছুটা দৌড়ে গিয়ে হাওয়ায় শরীর ভাসিয়ে দু হাতে ক্যাচ ধরেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৬ বছরের অশ্বিনের ক্যাচ দেখে বাহবা জানাচ্ছে নেটিজেনরা।

অশ্বিনের এই ক্যাচেপ ভিডিয়োটি তাঁর আইপিএল টিম রাজস্থান রয়্যালস শেয়ার করেছে। এনপিআর কলেজ গ্রাউন্ডে অশ্বিনের ওই ক্যাচ ডিন্ডিগুলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই জয় ড্রাগন্সদের তামিলনাড়ু প্রিমিয়র লিগের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭০ রান তুলেছিল ডিন্ডিগুল। জবাবে চিপক টিম ১৬৯ রানে আটকে যায়।