Ravindra Jadeja: ম্যাচের সেরা জাডেজার জরিমানাও, কত টাকা কাটা যাবে জানেন?
অজিদের বিরুদ্ধে দুই ইনিংসে ৭ উইকেট এবং ৭০ রান করেন। ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন জাডেজা। কিন্তু এরপরই খারাপ খবর।
নাগপুর: ম্য়াচ জেতানো পারফরম্য়ান্স। কিন্তু তার পরও অস্বস্তি রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja)। গত বছর এশিয়া কাপের মাঝে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা। চোট এতটাই গুরুতর ছিল যে, হাঁটুর অস্ত্রোপচার করাতে হয়। কবে ফিট হয়ে উঠবেন, এই আশায় দিন গুনছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিছুদিন আগেই রঞ্জি ট্রফিতে তামিলনাডুর বিরুদ্ধে খেলে ফিটনেস টেস্টে পাশ করেন জাড্ডু। ম্যাচে মোট ৮ এবং দ্বিতীয় ইনিংসেই নিয়েছিলেন ৭ উইকেট। বর্ডর-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচেই অনবদ্য় প্রত্যাবর্তন এই অলরাউন্ডারের। অজিদের বিরুদ্ধে দুই ইনিংসে ৭ উইকেট এবং ৭০ রান করেন। ম্য়াচের সেরার পুরস্কারও জিতে নেন জাডেজা। কিন্তু এরপরই খারাপ খবর। শৃঙ্খলাভঙ্গের কারণে ম্যাচ ফি-র ২৫ শতাংশ কাটা যাচ্ছে জাডেজার। কী কারণে শাস্তি? কত টাকা কাটা যাবে জাডেজার? তুলে ধরল TV9 Bangla।
টেস্টে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি ১৫ লক্ষ টাকা। এর মধ্যে ২৫ শতাংশ কাটা যাবে জাডেজার। অর্থাৎ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা। আইসিসি-র তরফে ম্যাচ শেষের পরই ই-মেলে এই শাস্তির কথা জানানো হয়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে- আইসিসি কোড অব কনডাক্টের ২.২০ ধারায় অখেলোয়াড়িত আচরণের জন্য জাডেজার ম্যাচ ফির ২৫ শতাংশ কাটা হচ্ছে। পাশাপাশি জাডেজার শৃঙ্খলাজনিত কারণে ১ ডেমেরিট পয়েন্টও যোগ হল। এটি তাঁর প্রথম শৃঙ্খলাভঙ্গ। ফলে ১ পয়েন্ট। কেন শাস্তি দেওয়া হল জাডেজাকে?
নাগপুর টেস্টের প্রথম ইনিংসে বল বিকৃতির অভিযোগ উঠেছিল জাডেজার বিরুদ্ধে। ঘটনা হল, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৬তম ওভারে সিরাজের হাতের তালু থেকে ব্য়াথা উমসমের মলম নিয়ে তর্জনীতে লাগিয়েছিলেন জাডেজা। তাঁর বোলিং হ্য়ান্ড অর্থাৎ বাঁ হাতের তর্জনীতে মলম লাগান। তা নিয়ে হইচই ফেলে দেয় অস্ট্রেলিয়া ও ব্রিটিশ মিডিয়া। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এর ব্য়াখ্য়া দিয়ে জানানো হয়েছিল, আঙুল ফুলে থাকায় এবং ব্য়াথার জন্য় এই মলম ব্যবহার করেন জাডেজা। যদিও এর জন্য় মাঠের আম্পায়ারের অনুমতি নেননি ভারতের এই বাঁ হাতি স্পিনার। জাডেজা নিজের ভুল স্বীকার করেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের এই শাস্তি মেনে নেন। ম্যাচ রেফারিও জাডেজার ব্য়াখ্য়ায় সন্তুষ্ট। কিন্তু আম্পায়ারের পরাপর্শ না নেওয়ায় এই শাস্তি দেওয়া হল। এর সঙ্গে যে বল বিকৃতির কোনও সম্পর্ক নেই, সে বিষয়ে নিশ্চিত হয়েছেন ম্যাচ রেফারিও। এই মলম ব্য়বহারে ফলে বলে আকারে যে কোনওরকম পরিবর্তন হয়নি, তাও নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি।