RCB vs KKR, IPL 2021 Match 10 Result: জয়ের হ্যাটট্রিক বিরাটের আরসিবির

| Updated on: Apr 18, 2021 | 7:36 PM

RCB vs KKR Live Score in Bengali: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RCB vs KKR, IPL 2021 Match 10 Result: জয়ের হ্যাটট্রিক বিরাটের আরসিবির

আইপিএল (IPL) ইতিহাসের সবথেকে টানটান ম্যাচগুলোর একটা। কলকাতা (Kolkata Knight Riders) বনাম ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আইপিএলের সুপার সানডেতে আজ মাঠে নেমেছিল এই দুই দল। দুরন্ত ছন্দে থাকা বিরাট শিবিরের জয়ের হ্যাটট্রিক। ৩৮ রানে ম্যাচ পকেটে পুরল আরসিবি। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে তোলে ২০৪ রান। আরসিবির হয়ে সর্বোচ্চ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল (৭৮) এবং এবি ডেভিলিয়ার্স (৭৬)। কেকেআরের হয়ে দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা এবং প্যাট কামিন্স। কেকেআরকে বিরাটের আরসিবি ২০৫ রানের টার্গেট দেয়। নির্ধারিত ২০ ওভারে ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে, ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানে আটকে গেলেন রাসেলরা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Apr 2021 07:12 PM (IST)

    ৩৮ রানে ম্যাচ পকেটে পুরল আরসিবি

    নির্ধারিত ২০ ওভারে ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬৬ রানে আটকে গেলেন রাসেলরা।

  • 18 Apr 2021 07:08 PM (IST)

    কেকেআরের আশা শেষ

    ৩১ রান করে হার্ষাল প্যাটেলের বলে আউট হলেন আন্দ্রে রাসেল।

  • 18 Apr 2021 07:07 PM (IST)

    টানটান শেষ ওভার

    ৬ বলে কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ৪৩ রান

  • 18 Apr 2021 07:04 PM (IST)

    কামিন্সকে ফেরালেন জেমিসন

    ৬ রান করে আউট হলেন প্যাট কামিন্স। সাকিব আল হাসানের পর প্যাট কামিন্সের উইকেট তুলে নিলেন কাইল জেমিসন

  • 18 Apr 2021 07:00 PM (IST)

    সাকিবকে ফেরালেন জেমিসন

    ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন সাকিব আল হাসান।

  • 18 Apr 2021 06:54 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    আন্দ্রে রাসেলের ব্যাট থেকে বড় শট দেখা যাচ্ছে। ১৭ ওভারে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১৪৬

  • 18 Apr 2021 06:42 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ১২১/৫

    বাকি মাত্র ৫ ওভার। ক্রিজে রয়েছএন আন্দ্রে রাসেল ও সাকিব আল হাসান।

  • 18 Apr 2021 06:38 PM (IST)

    মর্গ্যানের উইকেট তুলে নিলেন হার্ষাল

    ২৯ রান করে আউট হলেন ইওন মর্গ্যান। কেকেআরের ক্যাপ্টেনের ক্যাচ নিলেন আরসিবির ক্যাপ্টেন

  • 18 Apr 2021 06:30 PM (IST)

    কেকেআরের শতরান

    ১২.১ ওভারে কেকেআর দলগত শতরান পূর্ণ করল

  • 18 Apr 2021 06:21 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৮৩/৪

    ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান ও ইওন মর্গ্যান।

  • 18 Apr 2021 06:18 PM (IST)

    দীনেশ কার্তিক ফিরলেন সাজঘরে

    ২ রান করে আউট হলেন দীনেশ কার্তিক।

  • 18 Apr 2021 06:06 PM (IST)

    রানাকে ফেরালন চাহাল

    ১৮ করে সাজঘরে ফিরলেন নীতিশ রানা

  • 18 Apr 2021 06:00 PM (IST)

    রাহুল ত্রিপাঠীর উইকেট হারাল কেকেআর

    ২৫ রান করে মাঠ ছাড়লেন রাহুল ত্রিপাঠী। ওয়াশিংটন সুন্দরের বলে মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন রাহুল।

  • 18 Apr 2021 05:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কেকেআর দুই উইকেট হারিয়ে তুলেছে ৫৭ রান

  • 18 Apr 2021 05:54 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৪৫/১

    ক্রিজে নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠী।

  • 18 Apr 2021 05:38 PM (IST)

    ওপেনার গিলের উইকেট নিলেন জেমিসন

    পরপর ২ ছক্কার পর কাইল জেমিসনের বলে আউট হলেন কেকেআরের ওপেনার শুভমন গিল। ২১ রান করে মাঠ ছাড়লেন গিল

  • 18 Apr 2021 05:29 PM (IST)

    কেকেআরের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও নীতিশ রানা।

  • 18 Apr 2021 05:14 PM (IST)

    কেকেআরের টার্গেট ২০৫

    আরসিবি প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২০৪ রান।

  • 18 Apr 2021 05:09 PM (IST)

    বাকি মাত্র এক ওভার

    ১৯ ওভার থেকে এসেছে ১৮ রান। আরসিবির স্কোর ৪ উইকেটে ১৮৩

  • 18 Apr 2021 05:08 PM (IST)

    এবিডির হাফ সেঞ্চুরি

    ২৭ বলে এবি ডেভিলিয়ার্স হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 18 Apr 2021 04:59 PM (IST)

    ম্যাক্সওয়েলকে ফেরালেন কামিন্স

    ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল।

  • 18 Apr 2021 04:55 PM (IST)

    এবিডি-ম্যাক্সওয়েল জুটির ৫০ রানের পার্টনারশিপ

    ৬ ওভারে এবিডি-ম্যাক্সওয়েল জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ

  • 18 Apr 2021 04:49 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ১৩৪/৩

    এবিডি ব্যাটিং করছেন ২১ রানে। ম্যাক্সওয়েল রয়েছেন ৭৬ রানে।

  • 18 Apr 2021 04:27 PM (IST)

    পাড়িক্কলকে ফেরালেন প্রসিধ কৃষ্ণা

    ২৫ রান করে সাজঘরে ফিরলেন দেবদত্ত পাড়িক্কল

  • 18 Apr 2021 04:21 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৮৪/২

    শুরুতেই ২ উইকেট হারানোর পর আরসিবিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল।

  • 18 Apr 2021 04:15 PM (IST)

    ম্যাক্সওয়েলের হাফ সেঞ্চুরি

    ২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএল কেরিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি ম্যাক্সওয়েলের।

  • 18 Apr 2021 04:02 PM (IST)

    আরিসিবির ৫০ রান

    ৬.৩ ওভারে ম্যাক্সওয়েলের চার আরসিবির দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 18 Apr 2021 03:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়েছে আরসিবি। বিরাটদের স্কোর ৪৫/২

  • 18 Apr 2021 03:53 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ২৮/২

    ক্রিজে দেবদত্ত পাড়িক্কল ও গ্লেন ম্যাক্সওয়েল

  • 18 Apr 2021 03:40 PM (IST)

    পতিদারকেও ফেরালেন বরুণ

    ১ রান করে মাঠ ছাড়লেন রজত পতিদার।

  • 18 Apr 2021 03:37 PM (IST)

    কোহলিকে ফেরালেন বরুণ

    ৫ রান করে রাহুল  ত্রিপাঠীর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি।

  • 18 Apr 2021 03:31 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন দেবদত্ত পাড়িক্কল ও বিরাট কোহলি।

  • 18 Apr 2021 03:11 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, বরুণ চক্রবর্তী, হরভজন সিং, প্রসিধ কৃষ্ণা

  • 18 Apr 2021 03:09 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), রজত পতিদার, এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, কাইল জেমিসন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 18 Apr 2021 03:05 PM (IST)

    কোন দলের পাল্লা ভারি?

    এই নিয়ে আইপিএলে ২৬ বার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১২ বার জিতেছে আরসিবি। কেকেআর জিতেছে ১৪ বার।

  • 18 Apr 2021 03:03 PM (IST)

    টস জিতল আরসিবি

    টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিরাটের

Published On - Apr 18,2021 7:12 PM

Follow Us: