Virat Kohli: অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের জন্য শুভেচ্ছাবার্তা বিরাট কোহলির

Paris Olympics 2024: ভারতেরই শুধু নন, বিশ্ব ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছেন। তবে ওয়ান ডে ও টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাথলিটদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন বিরাট কোহলি। প্যারিসে ২৬ জুলাই শুরু অলিম্পিক। বিরাটের মুখে, দিস টাইম ফর ইন্ডিয়া।

Virat Kohli: অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের জন্য শুভেচ্ছাবার্তা বিরাট কোহলির
Image Credit source: TV9 Bangla Graphics
Follow Us:
| Updated on: Jul 15, 2024 | 6:35 PM

সদ্য বিশ্বকাপ জিতেছে ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় বার বিশ্বজয়। দীর্ঘ ১৭ বছরের ব্যবধানে। ভারতীয় দলের এই সাফল্যে দেশে উৎসবের মেজাজ। সামনে আরও একটা বড় পরীক্ষা। গ্রেটেস্ট শো অন আর্থ, অলিম্পিক শুরু হচ্ছে। এ বারের অলিম্পিক প্যারিসে। অলিম্পিকে এখনও অবধি ভারতের সেরা পারফরম্যান্স গত বার টোকিওতেই। সাতটি পদক জিতেছিল ভারত। এ বার প্রত্যাশা নিজেদের ছাপিয়ে অনেকটা এগিয়ে যাওয়া। অলিম্পিকের আগে বিরাট শুভেচ্ছা ভারতীয় অ্যাথলিটদের জন্য। শুধু তাই নয়, দেশের সমস্ত ক্রীড়া প্রেমীদের অনুরোধ করেছেন, অলিম্পিকে দেশের অ্যাথলিটদের সমর্থন করারও।

ভারতেরই শুধু নন, বিশ্ব ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছেন। তবে ওয়ান ডে ও টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাথলিটদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন বিরাট কোহলি। প্যারিসে ২৬ জুলাই শুরু অলিম্পিক। বিরাটের মুখে, দিস টাইম ফর ইন্ডিয়া। অলিম্পিকে ভারতের পদক জয়ের দাবিদার হিসেবে বিরাটের মুখে উঠে এসেছে নীরজ চোপড়া, বক্সার নিশান্ত দেবের নামও।

এক মিনিটেরও বেশি সময়ের একটি ভিডিয়ো বার্তায় বিরাট কোহলি বলেন, ‘একটা সময় ভারতকে অন্য নজরে দেখা হত। সময়ের সঙ্গে তা পরিবর্তন হয়েছে। এখন আমাদের পরিচিতি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, গ্লোবাল টেক হাবের জন্য। ক্রিকেট, বলিউড, স্টার্ট আপ, উর্ধ্বমুখী অর্থনীতি সব কিছুর মাধ্যমেই পরিচিতি বেড়েছে ভারতের। সকলের কাছে পরবর্তী বড় বিষয় আর কী হতে পারে? হোক সেটা আরও বেশি সোনা, রুপো এবং ব্রোঞ্জ।’

প্যারিসে ভারতের ১১৮ জন অ্যাথলিট পদকের জন্য লড়াই করবেন। বিরাট কোহলি আরও যোগ করেন, ‘আমাদের ভাই-বোনেরা প্যারিসে পদকের খিদে নিয়ে যাচ্ছে। আমরা কোটি কোটি মানুষ ওদের দেখব। ওরা যেমন উত্তেজিত থাকবে তেমনই স্নায়ুর চাপও। ওদের জন্য গলা ফাটাতে হবে। সকলে মিলে বলতে হবে ইন্ডিয়া…ইন্ডিয়া…ইন্ডিয়া…। ওদের মনে রাখবেন। আমিও রয়েছি ওদের সমর্থনে। ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা।’