Rinku Singh: পেটেই লুকিয়ে রিঙ্কু সিংয়ের বিরাট ছক্কার রহস্য!

India vs Australia, 4th T20: রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ রানে চতুর্থ টি-টোয়েন্টিতে জিতেছে ভারত। হাতে ১ ম্যাচ বাকি রয়েছে। তার আগেই আপাতত সিরিজ জিতে নিয়েছেন সূর্যকুমার যাদব-রিঙ্কু সিংরা।

Rinku Singh: পেটেই লুকিয়ে রিঙ্কু সিংয়ের বিরাট ছক্কার রহস্য!
Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 5:20 PM

রায়পুর: বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরমের পর রায়পুরেও সুপারহিট রিঙ্কু সিং (Rinku Singh)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে ২টি পেল্লাই ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু। তার মধ্যে রিঙ্কুর মারা একটি ছয় দেখে তো চেয়ার ছেড়ে উচ্ছ্বাসে লাফিয়ে উঠেছিলেন এই সিরিজে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও। ওই ছয়টি ছিল ৮৮ মিটারের। রিঙ্কুর মারা অপর একটি ছয় ছিল ১০০ মিটারের। এ বার বিসিসিআই টিভিতে জীতেশ শর্মার সঙ্গে কথোপকথনের সময় রিঙ্কু জানিয়েছেন, ১০০ মিটার লম্বা ছক্কার রহস্য কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

‘গুড ফুড, গুড লাইফ’, নেসলের এই ট্যাগলাইনই যেন রিঙ্কু সিংয়ের জীবনের সঙ্গেও মিলেমিশে রয়েছে। কারণ সতীর্থ জীতেশ শর্মাকে রিঙ্কু জানিয়েছেন, ১০০ মিটারের লম্বা ছক্কার রহস্য খাবারের সঙ্গে জড়িত। জীতেশের জাতীয় দলে ডেবিউ ম্যাচ ছিল। তিনি রিঙ্কুকে জিজ্ঞাসা করেন, ১০০ মিটার ছক্কার রহস্য? উত্তরে রিঙ্কু বলেন, ‘আমি তো তোমার সঙ্গেই জিম করি, তুমি জানোই আমি কী কী করি। আমি ভালো খাবার খাই। এবং জিমে ভারোত্তলন করি। যা আমাকে শক্তিশালী শট মারতে সাহায্য করে।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অল্পের জন্য রায়পুরে প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি হাতছাড়া হয়েছে রিঙ্কুর। ২৯ বলে ৪৬ রান করেন তিনি। জীতেশ শর্মার সঙ্গে ৫৬ রানের জুটি বাঁধেন রিঙ্কু। জীতেশ ১৯ বলে ৩৫ রান করেন অজিদের বিরুদ্ধে। ভারতের হয়ে এই প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেললেন জীতেশ। তিনি বলেন, ‘আমি চিনে এশিয়ান গেমসে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ বার দেশের হয়ে খেলেছিলাম। ভারতের মাটিতে এত দর্শকের সামনে খেলতে পেরে দারুণ লাগছে। তোমার সঙ্গে আমার পার্টনারশিপটা আজ দারুণ ছিল। আমি চাপে ছিলাম। কিন্তু তুমি আমাকে বুঝিয়েছিলে শান্ত থাকার জন্য। এবং আমাকে বুঝিয়েছিলে এই সময় আমাদের একটা পার্টনারশিপ গড়া উচিত।’