Robin Uthappa : ‘কেকেআর সম্মান দিতে জানে না’, ছ’বছর কলকাতায় খেলেও ধোনিদের হয়ে গলা ফাটাচ্ছেন উথাপ্পা!

GT vs CSK, IPL 2023 : উথাপ্পার আইপিএল কেরিয়ারের অধিকাংশ সময়টা কেটেছে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। ২০১৪ সালে কেকেআরের আইপিএল জয়ের পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর।

Robin Uthappa : 'কেকেআর সম্মান দিতে জানে না', ছ'বছর কলকাতায় খেলেও ধোনিদের হয়ে গলা ফাটাচ্ছেন উথাপ্পা!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2023 | 3:15 PM

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে একটি ছবি টুইট করেছিলেন রবিন উথাপ্পা (Robin Uthappa)। গায়ে হলুদ জার্সি ও ভিক্ট্রি সাইন। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিএসকের (GT vs CSK) হয়ে গলা ফাটাতে চিপকে পৌঁছে গিয়েছিলেন রবিন উথাপ্পা। ছবি টুইট করতেই কেকেআর সমর্থকদের কটাক্ষের শিকার হন। কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে ছয় বছর খেলার পরও কেন চেন্নাইকে সমর্থন করছেন? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যপক ট্রোল করেন কেকেআর সমর্থকরা। সিএসকে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে প্রবেশ করার পর ট্রোলের জবাব দিয়েছেন উথাপ্পা। আর জবাব দিতে গিয়ে প্রাক্তন ক্রিকেটারদের প্রতি কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষের ‘দুর্ব্যবহার’-এর অভিযোগ এনেছেন (IPL 2023)। ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত ডান হাতি উইকেটকিপার ব্যাটার কেকেআরের জার্সিতে খেলেছেন। এরপর রাজস্থান রয়্যালস হয়ে চেন্নাই সুপার কিংসে কাটান বছর দুয়েক। উথাপ্পার দাবি, কেকেআর প্রাক্তন ক্রিকেটারদের সম্মান দিতে জানে না। তাই তারা সমর্থনও পায় না। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

উথাপ্পার আইপিএল কেরিয়ারের অধিকাংশ সময়টা কেটেছে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। ২০১৪ সালে কেকেআরের আইপিএল জয়ের পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর। সেই মরসুমে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার ছিলেন উথাপ্পা। অরেঞ্জ ক্যাপ উঠেছিল তাঁর মাথায়। সেইসময় ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর। ২০১৮ সালে গম্ভীর ও কেকেআরের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর উথাপ্পার হাতে নাইটদের ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট তাঁকে এড়িয়ে দীনেশ কার্তিককে ক্যাপ্টেন বেছে নেয়। উথাপ্পা ছিলেন সহ-অধিনায়ক। ২০১৯ সাল পর্যন্ত উথাপ্পা-কেকেআরের পথচলা। এরপর ২০২০ সালে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। আইপিএল কেরিয়ারের শেষ দুটি বছর খেলেছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে।

কেকেআরের জার্সিতে ছয়বছরের জার্নির চেয়েও সিএসকের হয়ে খেলা বেশি স্মরণীয় হয়ে রয়েছে উথাপ্পার কাছে। সিএসকের হয়ে খেলতে গিয়ে যে সম্মান ও ভালোবাসা পেয়েছেন, বারবার তার উল্লেখ করেন। সুযোগ পেলেই ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, কোচ স্টিফেন ফ্লেমিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হন। মঙ্গলবার গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে স্বাভাবিকভাবেই প্রাক্তন দলকে সমর্থন করতে পৌঁছে গিয়েছিলেন। সঙ্গে ছিল পুত্র। ছেলের সঙ্গে ছবি দিয়ে অল দ্য বেস্ট লিখে টুইট করেন। তাতেই রেগে কাঁই কেকেআর সমর্থকরা।

একজন জিজ্ঞেস করেন, “কলকাতা নাইট রাইডার্সের হয়ে এত প্রেম নেই কেন?” অন্য একজন লেখেন, “আপনি মোটে দুটো সিজন চেন্নাই সুপার কিংসে খেলেছেন। তাতেই ওই দলকে হৃদয় দিয়ে বসলেন! এভাবে কেকেআরকে কোনওদিন সাপোর্ট করতে দেখিনি।” যার জবাবে প্রাক্তন ক্রিকেটার লেখেন, “যেমন অন্যের জন্য আনুগত্য এবং সম্মান আপনি রাখবেন, সেটাই ফেরত পাবেন।” আরও একটি টুইটে লেখেন, “এত ঘৃণা দেখে আমি অবাক নই। আমার অভিজ্ঞতা আছে। শান্তি ও ভালোবাসা তোমাদের জন্য।”