IND vs ENG: ব্র্যাডম্যানের মতো ব্যাটিং, ছোঁ মেরে ফিল্ডিংয়ে মেডেলও মুঠোয়!
Kuldeep Yadav Medal: ঘরের মাঠে ওয়ান বিশ্বকাপের সময় ভারতের মেডেল সেরিমনি আলাদা জায়গা করে নিয়েছিল। কোথাও ড্রেসিংরুমে পদক পরিয়ে দেওয়া হয়েছে। আবার স্পাইক্যামে করেও পদক নেমেছে। কখনও জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছে সেরা ফিল্ডারের নাম। আবার দেখা গিয়েছে 'বাগ' ক্যাম বেছে নিয়েছে সেরা ফিল্ডার। এমন অনেক মজার মুহূর্ত দেখা গিয়েছে। পদক জেতা নিয়ে প্লেয়ারদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগেই থাকবে। আখেরে যা দলের লাভ।
ঘরের মাঠে বিশ্বকাপের সময়ই ভারতের ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু হয়েছিল। ম্যাচের সেরা ফিল্ডারকে পদক দেওয়া হত। বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরা সেই পদক জিতেছিলেন। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পরও বিশেষ পদক দেওয়া হল। এর মধ্যে রয়েছে চমকে দেওয়া সিদ্ধান্তও। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হার দিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। টানা চার ম্যাচ জিতে সিরিজ ৪-১ ভারতের পক্ষে। সিরিজ শেষে বিশেষ পদক কারা পেলেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে ওয়ান বিশ্বকাপের সময় ভারতের মেডেল সেরিমনি আলাদা জায়গা করে নিয়েছিল। কোথাও ড্রেসিংরুমে পদক পরিয়ে দেওয়া হয়েছে। আবার স্পাইক্যামে করেও পদক নেমেছে। কখনও জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছে সেরা ফিল্ডারের নাম। আবার দেখা গিয়েছে ‘বাগ’ ক্যাম বেছে নিয়েছে সেরা ফিল্ডার। এমন অনেক মজার মুহূর্ত দেখা গিয়েছে। পদক জেতা নিয়ে প্লেয়ারদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগেই থাকবে। আখেরে যা দলের লাভ।
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ থেকে সেরা ফিল্ডার বেছে নেওয়ার কাজটা সহজ ছিল না। ফিল্ডিং কোচ টি-দিলীপ ড্রেসিংরুমে সে কথাই বলেন। অবশেষে যুগ্মভাবে সেরা ফিল্ডারের পদক দেওয়া হয় রোহিত শর্মা ও শুভমন গিলকে। বোর্ড সচিব জয় শাহ পদক তুলে দেন। কিন্তু আরও একটা বিশেষ পুরস্কার ছিল। ইমপ্যাক্ট ফিল্ডার। এই সিরিজে নিজের ফিল্ডিংয়ে নবজাগরণ ঘটিয়েছেন, কুলদীপ যাদব সম্পর্কে এমন মন্তব্য ফিল্ডিং কোচ টি-দিলীপের। কুলদীপকে এই পদক দেওয়া হয়।
Any guesses who won the Fielding Medal for the series 🤔#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/NxZVWOX422
— BCCI (@BCCI) March 10, 2024
ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রাথমিক দায়িত্ব অর্থাৎ বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। আলাদা করে পার্থক্য গড়ে দিয়েছে তাঁর ব্য়াটিং। রাঁচি টেস্টে ধ্রুব জুরেলের সঙ্গে অনবদ্য একটা জুটি গড়েন কুলদীপ। ধরমশালা টেস্টেও দুর্দান্ত ব্যাটিং করেন। রাঁচি ম্যাচে একশোর বেশি বল খেলা কুলদীপকে দেখে ধারাভাষ্যকাররাও বলতে বাধ্য হন যেন ব্র্যাডম্যানের মতো ব্যাটিং। সব বিভাগেই দুর্দান্ত পারফর্ম করা কুলদীপকে গর্বিত সতীর্থরাও।