ম্যাকগ্রার দিকে বন্ধুতের হাত বাড়ালেন সচিন

সিডনির পিঙ্ক টেস্ট থেকে পাওয়া অর্থ ম্যাকগ্রা ফাউন্ডেশন ব্যবহার করে ব্রেস্ট ক্যানসারে আক্রান্তদের চিকিৎসার জন্য।

ম্যাকগ্রার দিকে বন্ধুতের হাত বাড়ালেন সচিন
ম্যাকগ্রাকে জার্সি উপহার সচিনের। ছবি সৌজন্যে - টুইটার (সচিন তেন্ডুলকর)
Follow Us:
| Updated on: Jan 06, 2021 | 4:15 PM

TV9 বাংলা ডিজিটাল – ক্রিকেট মাঠে তাঁদের দ্বৈরথ একটা সময় ছিল হট কেক। ম্যাকগ্রার (Glen McGrath) বোলিং বনাম সচিনের (Sachin Tendulkar) ব্যাটিং। এই দুই তারকার পারফরম্যান্সের ওপর নির্ভর করত দুই দলের ভাগ্য। এখন দু’জনই খেলে ছেড়েছেন। কমেনি তাঁদের দ্বৈরথ নিয়ে গল্প-আলোচনা। সিডনিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। তার আগে ম্যাকগ্রার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন মাস্টার ব্লাস্টার।

গ্লেন ম্যাকগ্রার হাতে নিজের সই করা টেস্ট জার্সি তুলে দিলেন সচিন। সোশ্যাল সাইটে সেই ছবি পোস্ট করে মাস্টারব্লাস্টার লিখেছেন, ‘ম্যাকগ্রা ফাউন্ডেশনের ভালো কাজের জন্য আমার সমর্থন। অনেক দিন পর দেখা হল ম্যাকগ্রার সঙ্গে। ওর গোটা টিমকে আমার সমর্থন।’

আরও পড়ুন – টিমে ফিরলেন রোহিত, সিডনিতে অভিষেক নভদীপের

ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ম্যাকগ্রার প্রথম স্ত্রী। তারপর থেকে ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতার প্রচার করছেন ম্যাকগ্রা। সিডনির পিঙ্ক টেস্ট থেকে পাওয়া অর্থ ম্যাকগ্রা ফাউন্ডেশন ব্যবহার করে ব্রেস্ট ক্যানসারে আক্রান্তদের চিকিৎসার জন্য। সেই উদ্যোগেই এ বার নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিন।