টিমে ফিরলেন রোহিত, সিডনিতে অভিষেক নভদীপের

লোকেশ রাহুল চোটে ছিটকে যাওয়ায় হনুমাকে রেখে দেওয়া হল প্রথম একাদশে। চোট পাওয়া উমেশ যাদবের পরিবর্তে তৃতীয় পেসার সাইনি।

টিমে ফিরলেন রোহিত, সিডনিতে অভিষেক নভদীপের
হিটম্যানের প্রত্যাবর্তন। সাইনির অভিষেক।
Follow Us:
| Updated on: Jan 06, 2021 | 1:27 PM

সিডনি: প্রত্যাশা মতোই সিডনি (Sydney) টেস্টে টিমে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)। চোটের জন্য অস্ট্রেলিয়া সফরের শুরু থেকে খেলতে পারেননি। ফিট হওয়ার পরই তাঁকে উড়িয়ে আনা হয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে তাঁকে ওপেনার হিসেবেই দেখা যাবে। প্রথম দুটো টেস্টে রান না পাওয়া মায়াঙ্ক আগরওয়ালের পরিবর্তে। শুভমন গিলের সঙ্গী হয়ে নামবেন রোহিত।

চোট পাওয়া উমেশ যাদবের পরিবর্তে তৃতীয় পেসার হিসেবে কে টিমে ঢোকেন, তা নিয়েও ছিল আগ্রহ। শার্দূল ঠাকুর, টি নটরাজন, নভদীপ সাইনিদের মধ্যে কাকে খেলানো হবে, তা নিয়ে চলছিল জল্পনা। সিডনির পিচ অনেক বেশি ফ্ল্যাট। প্রচুর রান থাকবে ব্যাটসম্যানদের জন্য। সেই কথা মাথায় রেখেই নভদীপকেই টিমে নেওয়া হল। তাঁর বলের গতি অনেক বেশি হওয়ার জন্য। এই প্রথম টেস্ট খেলবেন হরিয়ানার ছেলে।

আরও পড়ুন: মাস্ক না পরলে জরিমানা, সিডনি টেস্টে কড়া নির্দেশিকা

সফরের প্রথম টেস্টে ৩৬ রানে হারের বিপর্যয় পর মেলবোর্নে দারুণ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিঙ্ক রাহানের টিম। সে দিক থেকে দেখলে, অস্ট্রেলিয়া টিম এই টেস্টে সর্বস্ব দিতে চাইছে। যাতে সিরিজ ফের ২-১ করা যায়। আর তাই ভারতের ব্যাটিং গভীরতা বাড়াতে টিমে নেওয়া হয়েছে রোহিতকে। বেশ কিছু দিন ক্রিকেটের মধ্যে না থাকলেও রোহিত সাবলীল ব্যাট করেছেন নেটে। যা টিম ম্যানেজমেন্টকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

আরও পড়ুন: করোনার হটস্পট বক্সিং ডে টেস্ট, রিপোর্টে চাঞ্চল্য

ভাবা হয়েছিল, সিডনি টেস্টে ভারতীয় টিমে তিনটে বদল হবেই। মায়াঙ্কের সঙ্গে বাদ পড়বেন রানে না থাকা হনুমা বিহারীও। রোহিতের সঙ্গে টিমে আসতে পারতেন লোকেশ রাহুলও। কিন্তু চোট পেয়ে তাঁর ছিটকে যাওয়ার জন্য হনুমাকেই রেখে দেওয়া হল টিমে। আগের টেস্টে রোহিতের টিমে ঢোকা ছাড়া আর কোনও বদল নেই। আগের টেস্টের টিমই ধরে রাখা হয়েছে। তিনে ব্যাট করবেন চেতেশ্বর পূজারা। চারে আসবেন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। পাঁচ থেকে সাতে আসবেন ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন।