Test Cricket: সচিন শীর্ষে, টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় প্রথম দশে আর কারা? জেনে নিন
Most Run Scorer in Test: সদ্য টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় প্রথম দশে ঢুকেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। সবার ওপরে সচিন তেন্ডুলকর।
শুরু হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব। তৃতীয় সংস্করণ শুরু হয়েছে অ্যাসেজ সিরিজ দিয়ে। প্রথম দুটি সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দু-বারই ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। কয়েক বছর আগেও জৌলুস হারাতে বসেছিল টেস্ট ক্রিকেট। তবে চ্যাম্পিয়নশিপ শুরুর পর যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সদ্য টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় প্রথম দশে ঢুকেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। সবার ওপরে সচিন তেন্ডুলকর। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টেস্ট রানে দেখে নিন কারা রয়েছেন প্রথম দশে।
- সচিন তেন্ডুলকর- সবচেয়ে বেশি টেস্ট খেলার নজির ভারতের এই কিংবদন্তি ক্রিকেটারের। কেরিয়ারে ২০০ টেস্ট খেলেছেন। তাঁর মোট রান ১৫৯২১। সচিনকে কেউ আদৌ ছুঁতে পারবেন কীনা, সন্দেহ রয়েছে।
- রিকি পন্টিং- টেস্ট রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। ১৬৮ ম্যাচে তাঁর সংগ্রহ ১৩৩৭৮ রান।
- তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস। ১৬৬ ম্যাচে কালিসের সংগ্রহ ১৩২৮৯। দক্ষিণ আফ্রিকা এবং আইসিসি একাদশের হয়ে এই রান করেছেন কালিস।
- তালিকায় চতুর্থ স্থানে ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। ১৬৪ ম্যাচে ভারতের ‘দ্য ওয়াল’ করেছেন ১৩২৮৮।
- টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের এই স্টাইলিস বাঁ হাতি ব্যাটার ১৬১ ম্যাচে ১২৪৭২ রান করেছেন।
- ষষ্ঠ স্থানে এশিয়ার ব্যাটার। শ্রীলঙ্কার কিপার ব্যাটার কুমার সাঙ্গাকরা রয়েছেন টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় ছ’নম্বরে। তাঁর মোট রান ১২৪০০।
- ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা টেস্ট সংগ্রাহকদের তালিকায় সপ্তম স্থানে রয়েছে। টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ডও তাঁর দখলেই। লারার মোট রান ১১৯৫৩।
- অষ্টম স্থানেও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার। বাঁ হাতি ব্যাটার শিবনারায়ণ চন্দ্রপল ১৬৪ ম্যাচে করেছেন ১১৮৬৭ রান।
- নবম স্থানে রয়েছেন শ্রীলঙ্কা মহেলা জয়বর্ধনে। ১৪৯ টেস্টে তাঁর সংগ্রহ ১১৮৬৭ রান।
- তালিকায়র প্রথম ৯-এ অবশ্য সক্রিয় প্লেয়ারদের মধ্যে কেউ নেই। অ্যালান বর্ডারকে ছাপিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছেন জো রুট। লর্ডস টেস্টের প্রথম ইনিংস ধরে তাঁর মোট রান ১১১৭৮। জো রুট যে ছন্দে রয়েছেন তাতে এ বছরই হয়তো প্রথম ৬-এও ঢুকে পড়তে পারেন।