Shaheen Afridi : প্রথম ওভারেই ৪ উইকেট! টি-২০তে বিশ্বরেকর্ড পাকিস্তানের শাহিন আফ্রিদির

বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোলারদের মধ্যে একজন শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডে অনুষ্ঠিত ঘরোয়া টি-২০ লিগেও বজায় রয়েছে শাহিনের দাপট। শুক্রবার রাতে ভাইটালিটি ব্লাস্টের একটি ম্যাচে প্রথম ওভারেই ৪ উইকেট নেন শাহিন। এই দুরন্ত পারফরম্যান্সে ইতিহাস গড়েছেন পাক পেসার।

Shaheen Afridi : প্রথম ওভারেই ৪ উইকেট! টি-২০তে বিশ্বরেকর্ড পাকিস্তানের শাহিন আফ্রিদির
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 9:06 AM

লন্ডন: অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের মঞ্চ কাঁপানোর জন্য নিজেকে তৈরি করছেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)। নিজেকে আরও ধারালো করে ভারতে পা রাখার পরিকল্পনা করছেন। বর্তমানে এই পাক পেসার খেলছেন ইংল্যান্ডের ঘরোয়া টি ২০ লিগ ভাইটালিটি ব্লাস্ট বা টি২০ ব্লাস্টে। সেখানেও আগুনে পারফরম্যান্স তাঁর। শুক্রবার রাতে ভাইটালিটি ব্লাস্টের একটি ম্যাচে ইতিহাস গড়েছেন শাহিন। প্রথম ওভারেই ম্যাচের ভবিষ্যৎ গড়ে দিতে চেয়েছিলেন শাহিন। প্রথম ওভারেই বিপক্ষের চার ব্যাটারকে সাজঘরে পাঠান। এতেই অনন্য নজির গড়েছেন পাকিস্তানের বাঁ হাতি পেসার। সারা বিশ্বে টি-২০তে প্রথম ওভারে চার উইকেট নেওয়া প্রথম বোলার এখন শাহিন। টি-২০তে এমন কীর্তি আর কারও নেই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচটি ছিল ট্রেন্ট ব্রিজে নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের মধ্যে। ওয়ারউইকশায়ারের ইনিংসের প্রথম ওভারে ২৩ বছরের বাঁ হাতি পেসারের প্রথম শিকার ওপেনার অ্যালেক্স ডেভিস। দুর্দান্ত ইয়র্কারে এলবিডব্লিউর ফাঁদে জড়ান ডেভিসকে। দ্বিতীয় বলে ক্রিস বেঞ্জামিনকে গোল্ডেন ডাক করেন। এরপর ওভারের পঞ্চম বলে ড্যান মুওসলির দুর্দান্ত ক্যাচ নেন ওলি স্টোন। শাহিন তাঁর স্বপ্নের ওভারে শেষ উইকেটটি নেন এড বার্নার্ডকে বোল্ড করে। টি-২০তে তাঁর এই অবিশ্বাস্য পারফরম্যান্সে হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যমে। শাহিনের স্তুতি সর্বত্র।

Shaheen Afridi, you cannot do that!! ? https://t.co/ehXxmtz6rX pic.twitter.com/wvibWa17zA

— Vitality Blast (@VitalityBlast) June 30, 2023

পাক পেসারের এই দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও নটিংহ্যাম ম্যাচটি হেরে গিয়েছে ২ উইকেটে। প্রথমে ব্যাট করে কিপার ব্যাটার টম মুরেসের ব্যাটে (৪২ বলে ৭৩ রান) ১৬৮ রান তোলে নটিংহ্যামশায়ার। ওয়ারউইকশায়ারের হয়ে তিনটি করে উইকেট নেন হাসান আলি ও জ্যাক লিনটট। গ্লেন ম্যাক্সওয়েলও দুটি উইকেট পেয়েছেন। ১৬৯ রান তাড়া করতে নেমে প্রথম ওভারের বিপর্যয় কাটিয়ে ওয়ারউইকশায়ার ম্যাচটি জিতে নিয়েছে। ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন রবার্ট ইয়েটস।