Sam Curran: আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার কী বলছেন?

IPL 2023 Auction : ২০১৯ আইপিএলে ৭.২০ কোটিতে কারানকে কিনেছিল কিংস ইলেভেন পঞ্জাব। ২০২০ আইপিএল নিলামের আগে তাঁকে রিলিজ করে দেয় পঞ্জাব। এরপর ২০২১-এ ধোনির সিএসকে তাঁকে কিনে নেয়। সেই বছর চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কারান।

Sam Curran: আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার কী বলছেন?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 9:08 PM

নয়াদিল্লি: কেরলের কোচিতে শুক্রবার বসেছিল আইপিএলের মিনি অকশনের আসর। কোচির নিলামঘরে ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণের পরীক্ষায় একশো শতাংশ নম্বর নিয়ে পাশ করলেন বিদেশি তারকা স্যাম কারান। আইপিএলের ইতিহাসে ক্রিস মরিসের (Chris Morris) পর তিনিই এখন সবচেয়ে দামি ক্রিকেটার। এ বারের নিলামে একাধিক টিমের ব়্যাডারে ছিলেন অলরাউন্ডার স্যাম (Sam Curran)। শেষ পর্যন্ত ১৮ কোটি ৫০ লক্ষের বিনিময়ে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসে (Punjab Kings) স্যাম কারান। আইপিএলের নিলামে রেকর্ড গড়ে কী বলছেন তিনি? তুলে ধরল TV9 Bangla

পিঠের চোটের কারণে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেননি ২৪ বছরের অলরাউন্ডার স্যাম কারান। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। ২ কোটির বেস প্রাইস নিয়ে নিলামে উঠেছিলেন কারান। তাঁকে নিতে ঝাঁপিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। দু’পক্ষের দর কষাকষিতে ঢুকে পড়ে পঞ্জাব কিংস। শেষ অবধি ১৮.৫ কোটিতে কারানকে দলে নেয় প্রীতি জিন্টার পঞ্জাব। এর আগে আইপিএলে পঞ্জাব ও চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের জন্যই তাঁর দর এতটা বেড়েছে বলেই মনে করা হচ্ছে।

২০১৯ আইপিএলে ৭.২০ কোটিতে কারানকে কিনেছিল কিংস ইলেভেন পঞ্জাব। ২০২০ আইপিএল নিলামের আগে তাঁকে রিলিজ করে দেয় পঞ্জাব। এরপর ২০২১-এ ধোনির সিএসকে তাঁকে কিনে নেয়। সেই বছর চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কারান। কোচি নিলামে রেকর্ড গড়লেন তিনি। ২৪ বছরের বাঁ হাতি পেসার টুইট করেছেন, ‘যেখান থেকে শুরু করেছিলাম, সেখানেই ফিরতে পেরে ভালো লাগছে। পরবর্তীর দিকে এগিয়ে যাব।’ আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ক্রিস মরিসকে ছাপিয়ে গিয়েছেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও। ১৭ কোটি ৫০ লক্ষের বিনিময়ে তাঁকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।