Darren Sammy: বিশ্বকাপে ভারতের বিপর্যয়, কারণ খুঁজলেন সামি
Team India: 'বিশ্বের নানা টি২০ লিগে খেলার অভিজ্ঞতা কতটা কাজের, বিশ্বকাপে সেটা ধরা পড়েছে। ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে বলব, বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ আইপিএলে খেলে ওরা। তবে ভারতীয় প্লেয়ারদের বিভিন্ন দেশের লিগে খেলার অভিজ্ঞতা নেই।'
কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সেমিফাইনালেই বিদায় হয়েছে ভারতের। আইসিসি টুর্নামেন্টে বারবার নকআউট পর্বে পৌঁছেও খালি হাতে ফেরা। এ বারই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফর্ম্যাটেই তা হয়েছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট ধরা হয়েছিল ভারতকে (Team India)। সেমিফাইনালে বিদায়ের চেয়েও বেশি হতাশার, পারফরম্য়ান্স। সেমিফাইনালে ইংল্য়ান্ডের কাছে ১০ উইকেটে হার। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছিল, আইপিএলের বাইরে অন্যান্য় ফ্র্যাঞ্চাইজি লিগেও কি খেলতে দেওয়া উচিত ভারতীয় ক্রিকেটারদের? কী বলছেন ওয়েস্ট ইন্ডিজকে দু-বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা অধিনায়ক ড্যারেন সামি! তুলে ধরল TV9Bangla।
ইংল্যান্ড ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিগ ব্য়াশ টি-টোয়েন্টি লিগে খেলেন। অস্ট্রেলিয়ার পরিবেশ, পরিস্থিতি মাঠের মাপ সম্পর্কে অনেক বেশি ধারনা রয়েছে তাদের। এ বারের বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে খেতাব জিতেছে ইংল্যান্ড। তাদের ক্রিকেটারদের বিগ ব্যাশে খেলাই কি বাড়তি সুবিধা করে দিয়েছে? ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি বলছেন, ‘বিশ্বের নানা টি২০ লিগে খেলার অভিজ্ঞতা কতটা কাজের, বিশ্বকাপে সেটা ধরা পড়েছে। ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে বলব, বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ আইপিএলে খেলে ওরা। তবে ভারতীয় প্লেয়ারদের বিভিন্ন দেশের লিগে খেলার অভিজ্ঞতা নেই। অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডনদের কথাই ধরা যাক। ওরা বিগ ব্যাশে খেলে। অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্য়ান্ডের ভালো পারফরম্য়ান্স কোনও কাকতলীয় ঘটনা নয়।’
অস্ট্রেলিয়ায় এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুর দিকে ইংল্য়ান্ডকে খুব একটা ভয়ঙ্কর দেখায়নি। বৃষ্টি তার অন্যতম কারণ। ম্যাচ ভেস্তে যাওয়া, বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হার। কিছুটা হলেও মনোসংযোগে সমস্যা হয়েছিল ইংল্য়ান্ডের। তবে সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারানো, ফাইনালে পাকিস্তানকে অল্প রানে বেঁধে রাখা এবং চ্যাম্পিয়ন হওয়া। কতটা দাপুটে ক্রিকেট খেলেছে ইংল্যান্ড, খেতাব জয়েই তা পরিষ্কার। ড্য়ারেন সামি আরও বলছেন, ‘ইংল্য়ান্ড সবচেয়ে কমপ্লিট টিম ছিল এ বারের বিশ্বকাপে। যোগ্য দল হিসেবেই খেতাব জিতেছে ওরা। স্নায়ুর চাপের ম্যাচে ওরাই যে অলরাউন্ড টিম, পারফরম্যান্সে সেটা করে দেখিয়েছে ইংল্যান্ড।’