আইপিএলে তাঁরা তারকা, কিন্তু ফিটনেস টেস্টে ফেল!

২কিমি দৌড়ের পরীক্ষায় রয়েছে কয়েকটি নিয়ম। পেসারদের জন্য এই ২কিমি দৌড় শেষ করতে হবে ৮মিনিট ১৫ সেকেন্ডে। আর বাকিদের ক্ষেত্রে দৌড় শেষ করতে হবে ৮মিনিট ৩০ সেকেন্ডে।

আইপিএলে তাঁরা তারকা, কিন্তু ফিটনেস টেস্টে ফেল!
ফিটনেস টেস্টে ফেল ৬ আইপিএল তারকা
Follow Us:
| Updated on: Feb 12, 2021 | 4:43 PM

কলকাতা: আইপিএলে(Indian Premier League) তাঁরা একেক জন তারকা। ব্যাট হোক বা বল, তাঁরা যে কোনও দলের কাছে ভরসার আরেক নাম। ক্রিকেট দুনিয়ার নজরে তাঁরা আসেন আইপিএলের সৌজন্যেই। এ হেন আইপিএলের ভারতীয় তারকারা এবার ফেল করলেন ফিটনেস টেস্টে। একজন নয়, মোট ৬ জন ক্রিকেটার বিসিসিআইয়ের(BCCI) ফিটনেস ট্রেনিংয়ে পাশমার্কসই পেলেন না।

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিন ও টি২০ সিরিজের জন্য দল নির্বাচন করা হবে। সেজন্য বেঙ্গালুরুর এনসিএ ক্যাম্পে ডাকা হয়েছিল ঘরোয়া ও আইপিএলে নজরকাড়া ক্রিকেটারদের। বিসিসিআইয়ের নতুন ফিটনেস টেস্ট হল, ২ কিমি দৌড়। যাকে বিসিসিআইয়ের ফিটনেস ট্রেনাররা বলেন, ‘টু কিমি রান টেস্ট’। আর সেই টেস্টেই ফেল করলেন সঞ্জু স্যামসন(Sanju Samson), জয়দেব উনাদকট(Jaydev Unadkat), রাহুল তেওয়াটিয়ার (Rahul Tewatia)মত ঘরোয়া ক্রিকেটের নামজাদা ক্রিকেটাররা। সঞ্জু, জয়দেব, তেওয়াটিয়া ফিটনেস টেস্টে ব্যর্থ নাইটরাইডার্সের ক্রিকেটার নীতিশ রানা। পাশ করতে পারেননি এই আইপিএলে নজরকাড়া মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিশানও(Ishan Kishan)। ব্যর্থ ঘরোয়া ক্রিকেটের আরেক সফল সিদ্ধার্থ কল-ও।

২কিমি দৌড়ের পরীক্ষায় রয়েছে কয়েকটি নিয়ম। পেসারদের জন্য এই ২কিমি দৌড় শেষ করতে হবে ৮মিনিট ১৫ সেকেন্ডে। আর বাকিদের ক্ষেত্রে দৌড় শেষ করতে হবে ৮মিনিট ৩০ সেকেন্ডে।

সঞ্জু, ঈশানদের এই ফিটনেস অবস্থা দেখে চোখ কপালে উঠেছে বোর্ডকর্তাদের। এই যদি ঘরোয়া ক্রিকেটের তারকাদের ফিটনেসের অবস্থা হয়, তবে তো রিজার্ভ বেঞ্চে প্রভাব পড়তে বাধ্য। তবে জয়দেব, রানাদের জন্য আশার আলো রয়েছে। এই প্রথম টেস্টে ফেল করলেও, আরও একবার সুযোগ থাকছে তাঁদের সামনে। আরও একবার ফিটনেস টেস্ট হবে। সেই টেস্টে পাশ করলে তবেই মিলতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের সুযোগ।