কুলদীপেই ভেল্কি দেখছি চিপকে

অক্ষর প্যাটেল নয়, খেলুক কুলদীপ। রিস্ট স্পিনারদের বিরুদ্ধে ইংল্যান্ডের দুর্বলতা ভয়ঙ্কর। কুলদীপ খেললে রুটদের সমস্যা তো বটেই। ইশান্ত শর্মার পরিবর্তে খেলুক মহম্মদ সিরাজ।

কুলদীপেই ভেল্কি দেখছি চিপকে
Follow Us:
| Updated on: Feb 12, 2021 | 7:32 PM

শরদিন্দু মুখোপাধ্যায়

চিপকে দ্বিতীয় টেস্ট শুরুর আগে চাপে থাকবে ভারত। লর্ডসে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই টেস্টে জিততেই হবে ভারতকে। কোহলিদের কাছে কার্যত মরণবাঁচন টেস্ট। ফল বিপক্ষে গেলে ফাইনালে ওঠার আর কোনও সুযোগই থাকবে না। তাই চিপকে কাল নামার আগে ভারত কিন্তু আহত বাঘ। বিরাট কোহলিও মুখিয়ে রয়েছে নিজেকে প্রমাণের জন্য। ও কিন্তু সহজে ছেড়ে দেবে না। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে দেখেছিলাম কোহলিকে। কালও কিন্তু সে ভাবেই শুরু থেকে মাঠে নামতে প্রস্তুত থাকবে বিরাট। ওর কাছে এটা মর্যাদার টেস্ট।

ইংল্যান্ডের আর্চার, অ্যান্ডারসন, ডম বেসরা না থাকলেও ওদের হালকা ভাবে দেখলে ভুল করবে ভারত। স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকসরা খেলবে ইংল্যান্ডের হয়ে। সঙ্গে স্পিনার হিসেবে জুড়তে পারে মইন আলি। ব্রড আর ওকস দু’জনেই অভিজ্ঞ পেসার। আইপিএল খেলার সুবাদে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে ক্রিস ওকসের। এরই সঙ্গে আমি বলব, ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হল। এরা প্রত্যেকেই ভালো ব্যাটিং করে। এমনিতে রুট, সিবলেরা ফর্মে রয়েছে। এরপর ওকস, ব্রড, মঈন আলিদের অন্তর্ভুক্তি ওদের লোয়ার মিডল অর্ডারকে অনেক শক্তিশালী করবে।

আরও পড়ুন:আইপিএলে তাঁরা তারকা, কিন্তু ফিটনেস টেস্টে ফেল!

চিপকের উইকেটের যা চরিত্র তাতে এই টেস্টের রেজাল্ট হবেই। কাল কিন্তু টসটা ফ্যাক্টর হতে চলেছে। যারা টসে জিতে শুরুতে ব্যাটিং করবে তারা অনেকটা অ্যাডভান্টেজ থাকবে। ভারতীয় দলকে আগ্রাসী ব্যাটিং করতে হবে। ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। তাহলেই স্কোরবোর্ডে রান উঠবে। অক্ষর প্যাটেল নয়, খেলুক কুলদীপ। রিস্ট স্পিনারদের বিরুদ্ধে ইংল্যান্ডের দুর্বলতা ভয়ঙ্কর। কুলদীপ খেললে রুটদের সমস্যা তো বটেই। ইশান্ত শর্মার পরিবর্তে খেলুক মহম্মদ সিরাজ। ইশান্ত ৩০০ উইকেট নিয়েছে। তাও বলছি, ফর্মে থাকা সিরাজকে চিপকে খেলাক কোহলিরা।

আরও পড়ুন:চিপকে প্রথম দিন থেকেই ঘুরবে বল, বিশ্বাস রাহানের

একটা ভালো খবর, কাল থেকে দর্শক ফিরছে গ্যালারিতে। এতে দুই দলেরই সুবিধে। সবাই চায় দর্শকদের সামনে পারফর্ম করতে। নিঃসন্দেহে একটা বাড়তি উৎসাহ থাকবে। ভারতীয় সমর্থকেরা ভালো ক্রিকেটের পূজারি। দুই দলই চাইবে ভালো ক্রিকেট খেলতে। শেষে একটা কথা বলতে চাই, ভারতকে ভালো ফিল্ডিং করতে হবে। সেটা ঋষভ পন্থ থেকে জসপ্রীত বুমরা। ইংল্যান্ডকে সুযোগ দিলে ভুল করবে কোহলিরা। ওরা অনেক পেশাগত দল। রুটদের সুযোগ দিলে ওরা কিন্তু সদ্ব্যবহার করবে।