Sarfaraz Khan: অভিষেক টেস্টেই গাভাসকরের আসনে, ধোনির শহর মাতাতে তৈরি সরফরাজ
India vs England: রাজকোটে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে সরফরাজের ব্যাট যে ভাবে চলল, তাতে তিনি রাঁচি টেস্টে একাদশে জায়গা প্রায় পাকা করে ফেললেন। প্রথম ইনিংসে ৬২ করে রান আউট হয়েছিলেন। রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝি না হলে ডেবিউ টেস্টে শতরানের দিকেই এগোচ্ছিলেন সরফরাজ। দ্বিতীয় ইনিংসে ৬৫ বলে হাফসেঞ্চুরি করেন সরফরাজ খান।
কলকাতা: ধারাবাহিকতা কারে কয়… চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ডেবিউ টেস্ট (Test) ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করেছেন তিনি। সেই সঙ্গে সরফরাজ খান স্পর্শ করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) এক রেকর্ড। শত বঞ্চনার জবাব মুখে না দিয়ে ব্যাটে দেওয়াই পছন্দ করেন মুম্বইয়ের ছেলে। তা আরও এক বার প্রমাণ করে দিলেন।
রাজকোটে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে সরফরাজের ব্যাট যে ভাবে চলল, তাতে তিনি রাঁচি টেস্টে একাদশে জায়গা প্রায় পাকা করে ফেললেন। প্রথম ইনিংসে ৬২ করে রান আউট হয়েছিলেন। রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝি না হলে ডেবিউ টেস্টে শতরানের দিকেই এগোচ্ছিলেন সরফরাজ। দ্বিতীয় ইনিংসে ৬৫ বলে হাফসেঞ্চুরি করেন সরফরাজ খান। শেষ অবধি ডাবল সেঞ্চুরিয়ন যশস্বী জয়সওয়ালের সঙ্গে ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সরফরাজ।
Sarfaraz Khan becomes the 4th Indian to smash back to back fifties on Test debut. pic.twitter.com/VcD4HN6BKO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 18, 2024
টেস্ট ডেবিউ ম্যাচে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করে সরফরাজ ছুঁয়েছেন দেশের কিংবদন্তি সুনীল গাভাসকরকে। এর আগে টেস্ট ডেবিউ ম্যাচে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটাররা হলেন – সুনীল গাভাসকর, দিলাওয়ার হোসেন ও শ্রেয়স আইয়ার। অর্থাৎ চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে সরফরাজ খান টেস্ট অভিষেকে পরপর অর্ধশতরান করলেন।
রাজকোট টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ৭২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসের পথে সরফরাজের ব্যাটে এসেছে ৬টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইকরেট ৯৪.৪৪। ডাবল সেঞ্চুরি করা যশস্বীর পাশাপাশি চতুর্থ দিন টিম ইন্ডিয়ার হয়ে নজর কেড়েছেন সরফরাজ খানও। যশস্বী যখন ডাবল সেঞ্চুরি করেন, সেই সময় সরফরাজের উচ্ছ্বাসও ছিল দেখার মতো।
A beautiful frame. ⭐
Sarfaraz Khan celebrating when he started running for the run with Jaiswal completing 200*. pic.twitter.com/RUw8STOExf
— Johns. (@CricCrazyJohns) February 18, 2024
যশস্বী ও সরফরাজ জুটিতে স্কোরবোর্ডে তোলেন ১৭২* রান। এই জুটিকে দেখে যেমন চুপ থাকতে পারেননি ভারতীয় ক্রিকেট প্রেমীরা, তেমনই টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবও চুপ নেই। সোশ্যাল মিডিয়ায় যশস্বী-সরফরাজ জুটির প্রশংসা করে বার্তা দিয়েছেন স্কাই।
So good to see them Bat together for India 😍👏 #YashasviJaiswal #SarfarazKhan What a Story pic.twitter.com/HjMXAFTLPq
— Surya Kumar Yadav (@surya_14kumar) February 18, 2024