BCCI News: বোর্ডের চুক্তিতে কোটিপতি নতুন দুই তরুণ, ফিরলেন না শ্রেয়স!

Indian Cricket Team: দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে হঠাৎই স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছিলেন ঈশান কিষাণ। সেই থেকেই বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব চলছে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও পাওয়া যায়নি তাঁকে। বোর্ডের তরফে বারবার বলা সত্ত্বেও রঞ্জি ট্রফি খেলেননি। সরাসরি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করে দেন। ঘরোয়া ক্রিকেট না খেলার কারণেই যে ঈশানকে সরানো হয়, এ নিয়ে কোনও ধোঁয়াশা নেই। তেমনই ফিট থাকা সত্ত্বেও রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে না খেলায় চুক্তি থেকে বাদ পড়েন শ্রেয়স।

BCCI News: বোর্ডের চুক্তিতে কোটিপতি নতুন দুই তরুণ, ফিরলেন না শ্রেয়স!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 19, 2024 | 12:10 AM

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে যোগ হল আরও দুটো নাম। যদিও ফেরানো হল না শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণকে! ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝেই বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ‘শৃঙ্খলাজনিত’ কারণে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। দ্বিতীয় জনের দ্রুত ফেরার সম্ভাবনা ছিল না। তবে শ্রেয়স আইয়ারকে নিয়ে ক্রমশ নরম হচ্ছিল ভারতীয় বোর্ড। যদিও অ্যাপেক্স কাউন্সিলের সভায় চুক্তির তালিকায় নতুন দুই নাম যোগ হলেও তাতে নেই শ্রেয়স। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে হঠাৎই স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছিলেন ঈশান কিষাণ। সেই থেকেই বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব চলছে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও পাওয়া যায়নি তাঁকে। বোর্ডের তরফে বারবার বলা সত্ত্বেও রঞ্জি ট্রফি খেলেননি। সরাসরি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করে দেন। ঘরোয়া ক্রিকেট না খেলার কারণেই যে ঈশানকে সরানো হয়, এ নিয়ে কোনও ধোঁয়াশা নেই। তেমনই ফিট থাকা সত্ত্বেও রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে না খেলায় চুক্তি থেকে বাদ পড়েন শ্রেয়স। সেমিফাইনাল, ফাইনালে খেলেছেন। এখনই তাঁকে ফেরানো হল না।

বোর্ডের চুক্তিতে প্রত্যাশিত ভাবেই যোগ হল সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের নাম। কেন্দ্রীয় চুক্তিতে আসার জন্য যে শর্ত রয়েছে, তার মধ্যে অন্য়তম, অন্তত তিনটি টেস্ট খেলতে হবে। চুক্তি প্রকাশের সময় দুটো করে টেস্ট খেলেছিলেন সরফরাজ ও ধ্রুব। চাইলেও নিয়মের কারণেই এই দু-জনকে যোগ করা যায়নি। ধরমশালা টেস্টে এই দু-জন খেলার পরই নিশ্চিত হয়ে যায় চুক্তিতে আসতে চলেছে। সোমবার বোর্ডের মিটিংয়ে সরকারি ভাবে যোগ করা হল এই দুই ক্রিকেটারকে।

কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড সি-তে জায়গা পেলেন সরফরাজ খান ও ধ্রুব জুরেল। বছরের চুক্তির আর্থিক পরিমাণ ১ কোটি টাকা। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক সিরিজে নজর কেড়েছেন দুই তরুণ ক্রিকেটার। তারই পুরস্কার মিলল।