পিঠের ব্যথায় প্র্যাক্টিস করলেন না স্মিথ

ডেভিড ওয়ার্নার আগেই ছিটকে গেছেন। এবার স্মিথের চোটের খবরে চাপে অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রেমীরা। প্রথম টেস্টে স্মিথকে খেলাতে মরিয়া অজি শিবির।

পিঠের ব্যথায় প্র্যাক্টিস করলেন না স্মিথ
এবার চোটের কবলে স্মিথ। ছবি সৌজন্যে- টুইটার (স্টিভ স্মিথ)
Follow Us:
| Updated on: Dec 15, 2020 | 6:52 PM

TV9 বাংলা ডিজিটাল – ভারতের বিরুদ্ধে কঠিন সিরিজে নেমে পড়ার আগে হঠাৎই চাপে অস্ট্রেলিয়া শিবির। প্রশ্ন উঠছে, স্টিভ স্মিথ (Steve Smith) কি খেলতে পারবেন প্রথম টেস্ট? যে কোনও টেস্টের একদিন আগের নেট সেশন সব সময় গুরুত্বপূর্ণ হয়। সেখানেই ঠিক করা হয় টিম কম্বিনেশন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার নেটে নামলেন না স্মিথ। পিঠের ব্যথার (back pain) জন্য ১০ মিনিট ওয়ার্মআপ করেই ড্রেসিংরুমে চলে যান।

আরও পড়ুন – বিরাটকে থামানোর ছক তৈরি অস্ট্রেলিয়ার

ডেভিড ওয়ার্নার চোটের জন্য ছিটকে গিয়েছেন আগেই। প্রথম টেস্টেও টিমে নেই তিনি। উইল পুকোভস্কিও কনকাশনের জন্য সরে গিয়েছেন। এই পরিস্থিতিতে স্মিথের চোটের খবর ছড়িয়ে পড়তেই তুমুল আলোচনা শুরু হয়ে যায়। পরে অবশ্য জানা গিয়েছে, স্মিথ পিঠের ব্যথার জন্য প্র্যাক্টিস করতে পারেননি। ওই চোট খুব একটা গুরুতর নয়। নিজেকে বিশ্রাম দেওয়ার জন্যই নেট প্র্যাক্টিস থেকে সরে গিয়েছেন। আগামী কাল তিনি প্র্যাক্টিসে থাকবেন।

আরও পড়ুন – ফ্লাডলাইটে গোলাপি বল সামলানো কঠিন, বলছেন রাহানে

ডেভিড ওয়ার্নার না থাকায় এই টেস্টে অস্ট্রেলিয়া অনেক বেশি স্মিথ-নির্ভর। ওয়ান ডে সিরিজে দারুণ ছন্দে ছিলেন। ব্যাটিং গ্রিুপ বদলে যেন আরও আগ্রাসী ব্যাটিং করছেন। সেই স্মিথের চোট স্বাভাবিক ভাবেই চাপে ফেলে দিয়েছিল অজি টিম ম্যানেজমেন্টকে। সকালে অ্যাডিলেড ওভালে প্র্যাক্টিস শুরু হওয়ার পর খানিকক্ষণ ওয়ার্মআপ করেন স্মিথ। টিমের ফুটবল সেশন শুরু হওয়ার সময় তিনি মাঠ ছেড়ে চলে যান। ড্রেসিংরুমে ফিরে টিম ফিজিও ডেভিড বিকলের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার প্রথম টেস্টের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন স্মিথ।