Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Steve Smith : অ্যাসেজে ছন্দ ফিরে পেলেন, রেকর্ড গড়ে বিরাট-ভিভদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন স্মিথ

Steve Smith Record : বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার স্টিভ স্মিথ। লর্ডস টেস্টে প্রথম দিন ১৪৯ বলে ৮৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন স্মিথ। এই ইনিংসের সুবাদে তিনি লর্ডসে জোড়া রেকর্ড গড়েছেন।

Steve Smith : অ্যাসেজে ছন্দ ফিরে পেলেন, রেকর্ড গড়ে বিরাট-ভিভদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন স্মিথ
Steve Smith : অ্যাসেজে ছন্দ ফিরে পেলেন, রেকর্ড গড়ে বিরাট-ভিভদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন স্মিথImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 3:59 PM

লর্ডস : অ্যাসেজ (Ashes) সিরিজের দ্বিতীয় টেস্টে দুরন্ত ছন্দে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ (Steve Smith)। বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার স্মিথ। লর্ডস টেস্টে প্রথম দিন ১৪৯ বলে ৮৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন স্মিথ। এই ইনিংসের সুবাদে তিনি লর্ডসে জোড়া রেকর্ড গড়েছেন। টেস্ট ক্রিকেটে ৩২তম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন অজি তারকা। আজ, লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ১৫ রান করতে পারলেই টেস্টে ৩২তম সেঞ্চুরি পূর্ণ হবে স্মিথের। তার আগে জেনে নেওয়া যাক অ্যাসেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন কোন কোন রেকর্ড গড়েছেন স্মিথ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টেস্ট ক্রিকেটে স্টিভ স্মিথের দ্রুততম ৯ হাজার রানের রেকর্ড

লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৮৫ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন স্টিভ স্মিথ। ১৭৪টি ইনিংসে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ৯ হাজার রানের রেকর্ড গড়েছেন অজি তারকা স্মিথ। তাঁর আগে এই কীর্তি ছিল শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা (১৭২ টি ইনিংস), ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা (১৭৭ টি ইনিংস), ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় (১৭৬ টি ইনিংস) এবং অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের (১৭৭ টি ইনিংস)। টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ৯ হাজার রানের রেকর্ড গড়া পঞ্চম ক্রিকেটার হলেন স্টিভ স্মিথ।

আন্তর্জাতিক ক্রিকেটে স্টিভ স্মিথের ১৫ হাজার রানের মাইলস্টোন

লর্ডসে টেস্ট কেরিয়ারের ৯৯তম ম্যাচে খেলছেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। চলতি অ্যাসেজের প্রথম টেস্টে ব্যাট হাতে খুব একটা সুবিধে করতে পারেননি স্মিথ। এ বার দ্বিতীয় টেস্টে তাঁকে ছন্দে দেখা যাচ্ছে। দ্রুততম ১৫ হাজার আন্তর্জাতিক রানের রেকর্ড গড়ে ফেলেছেন স্মিথ। বিরাট-ভিভের এলিট গ্রুপ ঢুকে পড়েছেন তিনি। ৩৫১টি ইনিংসে এই কীর্তি গড়েছেন স্মিথ। সপ্তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের রেকর্ড গড়েছেন স্মিথ। এই তালিকায় আর কারা রয়েছেন?

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৫ হাজার রানের রেকর্ড গড়া ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। এই কীর্তি গড়তে তিনি নিয়েছেন ৩৩৩টি ইনিংস। বিরাট কোহলির পর এই তালিকায় রয়েছেন যথাক্রমে – হাসিম আমলা (৩৩৬ ইনিংস), ভিভিয়ান রিচার্ডস (৩৪৪ ইনিংস), ম্যাথু হেডেন (৩৪৭ ইনিংস), কেন উইলিয়ামসন (৩৪৮ ইনিংস), জো রুট (৩৫০ ইনিংস) এবং স্টিভ স্মিথ (৩৫১ ইনিংস)।