India vs Australia : বিশ্বকাপের জোরদার প্রস্তুতি, মহাযুদ্ধের আগে হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
ICC Cricket World Cup 2023 : ঠাসা সূচির মাঝেই ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ওডিআই সিরিজের পরিকল্পনা করে ফেলেছে বিসিসিআই (BCCI)।
কলকাতা : সূচি প্রকাশ হয়ে গিয়েছে। এ বার সব ফোকাস আগামী অক্টোবর-নভেম্বরের ওডিআই বিশ্বকাপে (Cricket World Cup 2023)। আইসিসি সূচি প্রকাশ করতেই আটটি দল (২টি দল এখনও নির্ধারণ হয়নি) দল কোমর বেঁধে নেমে পড়েছে বিশ্বকাপের পরিকল্পনায়। ভারতীয় দল কাপযুদ্ধের প্রস্তুতি শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। এরপর রয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপ শুরু এরপর আর বেশি সময় থাকবে না। এছাড়া রয়েছে ওয়ার্ম আপ ম্যাচ। ফলে দম ফেলার মতো ফুরসত নেই ভারতীয় দলের সদস্যদের। জানা গিয়েছে, এই ঠাসা সূচির মাঝেই ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ওডিআই সিরিজের পরিকল্পনা করে ফেলেছে বিসিসিআই (BCCI)। মেন ইন ব্লু-র বিশ্বকাপ প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চায় না বোর্ড। তাই এশিয়া কাপের পরপরই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলে কাপ যুদ্ধে নামবে ভারত। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ইনসাইড স্পোর্টসের খবর অনুযায়ী, ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলা হবে। বিশ্বকাপের আগে এই দ্বিপাক্ষিক সিরিজের মিডিয়া রাইটসের জন্য খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে। জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। এশিয়া কাপ শেষ হচ্ছে ১৭ সেপ্টেম্বর। ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ শুরু হওয়ার আগে। নিঃসন্দেহে এই সিরিজ ভারত ও অস্ট্রেলিয়া উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের সিরিজে ভালো পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাস নিয়ে কাপ যুদ্ধে ঝাঁপাবেন রোহিত শর্মারা। এর পাশাপাশি ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের।
এই সিরিজ থেকে বিশ্বকাপের জন্য আদর্শ একাদশ বেছে নিতে সুবিধে হবে ভারতের। ঘরের মাঠে স্পিনারদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে ভারত। পেসারদের চেয়ে রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদবদের যদি ক্যাপ্টেন রোহিত শর্মা বেশি ব্যবহার করেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।