India vs Pakistan, World Cup 2023 : আমেদাবাদ নয়! বদলে যেতে পারে ভারত-পাক দ্বৈরথের ভেনু

Narendra Modi Stadium : প্রথম থেকেই আমেদাবাদ স্টেডিয়ামে খেলা নিয়ে ঘোর আপত্তি পাকিস্তানের। আইসিসিকে এই আপত্তির বিষয়ে জানালেও ভেনু বদলানোর দিকে ঝোঁকেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

India vs Pakistan, World Cup 2023 : আমেদাবাদ নয়! বদলে যেতে পারে ভারত-পাক দ্বৈরথের ভেনু
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 4:27 PM

কলকাতা : আগামী ১৫ অক্টোবর ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ (India vs Pakistan)। বিশ্বকাপের সূচি ঘোষণা হতেই ১৫ অক্টোবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের। ক্রিকেটের এই চিরকালীন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সমর্থকদের মধ্যে উৎসাহের শেষ নেই। তাই ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়াম ছাড়া অন্য কোনও স্টেডিয়ামের কথা চিন্তাও করেনি আইসিসি ও বিসিসিআই। লক্ষাধিক দর্শক একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন (Cricket World Cup 2023)। ক্রিকেটের হাইভোল্টেজ দ্বৈরথের জন্য এমন পরিবেশের খুব প্রয়োজন। যদিও প্রথম থেকেই আমেদাবাদ স্টেডিয়ামে খেলা নিয়ে ঘোর আপত্তি পাকিস্তানের। আইসিসিকে এই আপত্তির বিষয়ে জানালেও ভেনু বদলানোর দিকে ঝোঁকেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। সূচি অনুযায়ী ১৫ অক্টোবর মোদী স্টেডিয়ামেই হবে রোহিত বনাম বাবর দ্বৈরথ। যদিও পাকিস্তান-সহ বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, শেষমুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের ভেনু। বিকল্প ভেনু নিয়ে চিন্তা ভাবনাও নাকি শুরু হয়ে গিয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

পিসিবির ম্যানেজমেন্ট কমিটির বিদায়ী চেয়ারম্যান নজম শেঠি অনেক আগে থেকেই বলে আসছিলেন, নকআউটের ম্যাচ ছাড়া নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে রাজি নয় পাকিস্তান। কারণ হিসেবে নিরাপত্তার বিষয়টিকে তুলে ধরেছিলেন তিনি। পিসিবির আপত্তিকে পাশে রেখে জাঁকজমকভাবে বিশ্বকাপের সূচি ঘোষিত হয়েছে। ভারত-পাক লিগ পর্বের ম্যাচের জন্য সূচিতে রয়েছে মোদী স্টেডিয়াম। যদিও আজ তক, পাকিস্তানের জিও নিউজের খবর অনুযায়ী, পাকিস্তান সরকার আমেদাবাদে পাকিস্তান ক্রিকেট টিমকে খেলার অনুমতি নাও দিতে পারে। পাক সরকার আপত্তি জানালে বদলে যেতে পারে ভারত-পাক ম্যাচের স্থান। তেমন পরিস্থিতি এলে বিকল্প ভেনু চিন্তাভাবনাও করা হয়ে গিয়েছে। আমেদাবাদের পরিবর্তে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হতে পারে ইন্দো-পাক ম্যাচ।

সূচি প্রকাশিত হলেও পাকিস্তানের বিশ্বকাপ খেলতে আসা নাকি এখনও নিশ্চিত নয়। সূচি অনুযায়ী, ৬ অক্টোবর থেকে যোগ্যতা অর্জনকারী টিমের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু হবে পাকিস্তানের। পরের ম্যাচটি দ্বিতীয় কোয়ালিফায়ার টিমের বিরুদ্ধে। এরপরই ১৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবেন বাবর আজমরা।