Stuart Broad Retirement : ৬ ছক্কা হজম থেকে ৬০০ উইকেটের মালিক, মহান বোলার হয়েই বিদায় নিলেন ব্রড

ইংরেজ পেসারের বয়স নেহাত ২১ বছর। সোনালি চুলের উচ্ছ্বল তরুণের মনোবল এক ঝটকায় তলানিতে পৌঁছে গিয়েছিল। অঙ্কুরেই ক্রিকেট কেরিয়ার বিনাশের ভয় চেপে বসেছিল।

Stuart Broad Retirement : ৬ ছক্কা হজম থেকে ৬০০ উইকেটের মালিক, মহান বোলার হয়েই বিদায় নিলেন ব্রড
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2023 | 10:53 AM

কলকাতা : ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। অ্যাসেজের পঞ্চম টেস্ট চলাকালীন অবসর ঘোষণা করে দিয়েছেন। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে ধরা হয় স্টুয়ার্ট ব্রডকে। যাঁর কেরিয়ারের শুরুটা হয়েছিল যুবরাজ সিংয়ের বিরুদ্ধে ছয় ছক্কা হজম করে। এমন অনেক ভারতীয় ক্রিকেট সমর্থক রয়েছেন যাঁরা ব্রডকে চেনেন ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে যুবির ছয় ছক্কার কারণে। তখন ইংরেজ পেসারের বয়স নেহাত ২১ বছর। সোনালি চুলের উচ্ছ্বল তরুণের মনোবল এক ঝটকায় তলানিতে পৌঁছে গিয়েছিল। অঙ্কুরেই ক্রিকেট কেরিয়ার বিনাশের ভয় চেপে বসেছিল। ক্রিকেট বিশ্বে হাসির খোরাক হয়ে উঠেছিলেন। ধেয়ে এসেছিল কটাক্ষ। ঘটনার ১৬ বছর পর সেই ব্রড অবসর নিলেন টেস্ট ফরম্যাটের ইতিহাসে পঞ্চম সবচেয়ে সফল বোলার হিসেবে। ৬ ছক্কা হজম থেকে ৬০০-র অধিক উইকেটের মালিক হিসেবে অবসর- ব্রডের কেরিয়ারের জার্নি অনুপ্রেরণা জোগাবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ব্রডের টেস্ট উইকেটের সংখ্যা ৬০২। ১৬৭টি টেস্টে ৩০৭ ইনিংসে এই সংখ্যক উইকেট নিয়েছেন তিনি। লাল বলের ফরম্যাটে সর্বাধিক উইকেট নেওয়া পঞ্চম বোলার তিনি। আবার পেস বোলার হিসেবে জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়া ক্রিকেটার তিনি। ১৫ রানের বিনিময়ে ৮ উইকেট তুলে নিয়েছিলেন। ৩৭ বছরের ব্রড জেমস অ্যান্ডারসনের সঙ্গে মিলে এক দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের পেস বোলিং বিভাগ সামলেছেন। চলতি অ্যাসেজ সিরিজেও দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত ২০টি উইকেট ঝুলিতে পুরেছেন।

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস ব্রডের ছেলে স্টুয়ার্ট ২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হয়। বছর খানেকের মধ্যেই যুবরাজ সিংয়ের ব্যাটে কেরিয়ারে ধস নামতে বসেছিল। তবে বিধ্বস্ত ব্রড ঘুরে দাঁড়িয়েছিলেন। ভুল থেকে শিক্ষা নিয়ে কেরিয়ারে ফোকাস করেন। ২০১৫ সালের অ্যাসেজে ১৫ রানের বিনিময়ে ৮ উইকেট তাঁর কেরিয়ারের সেরা টেস্ট স্পেল।

কেরিয়ারে ১৫১টি ওডিআই এবং ৫৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। ওডিআই ফরম্যাটে ১৭৮টি উইকেট নিয়েছেন। টি-২০তে তাঁর নামের পাশে রয়েছে ৬৫টি উইকেট। শুধু বল হাতেই নয়, ব্যাটিংয়েও কামাল দেখিয়েছেন ব্রড। টেস্টে ৩৬৪৭ রান রয়েছে তাঁর। ১টি শতরান ও ১৩টি অর্ধশতরান করেছেন।