Virat Kohli : হাতে ব্যাটের পরিবর্তে বোতল! ভারতের পরাজয়ের দিন নতুন ভূমিকায় বিরাট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে একাদশের বাইরে ছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ক্যাপ্টেনের দেখা না মিললেও মাঠ থেকে দূরে ছিলেন না কোহলি। তাঁকে দেখা গেল অন্য ভূমিকায়।

Virat Kohli : হাতে ব্যাটের পরিবর্তে বোতল! ভারতের পরাজয়ের দিন নতুন ভূমিকায় বিরাট
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2023 | 9:49 AM

কলকাতা : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ব্যাটিং অর্ডারে বদল এনেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। শনিবার, দ্বিতীয় ওডিআই ম্যাচে চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত। ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) মতো সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়। রোহিতের পরিবর্তে নেতৃত্ব দেন হার্দিক। তাঁদের জায়গায় একাদশে সঞ্জু স্যামসন ও বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল খেলেন। ২০২৩ আইসিসি ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে পরীক্ষা নিরীক্ষা চালাতে পিছপা হচ্ছে না ভারতীয় দল। তরুণদের বেশি করে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এই এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে মেন ইন ব্লু। ওডিআই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ টিমের (Ind vs WI) কাছে হেরে বসেছে ভারত। হার্দিকের নেতৃত্বে টিম ইন্ডিয়ার এই লজ্জাজনক হারের দিন অন্য ভূমিকায় দেখা গেল প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। একাদশের বাইরে থাকা বিরাট সতীর্থদের জন্য পানীয় বইলেন। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথমে ব্যাট করতে নামা ভারত প্রথম উইকেট হারায় দলীয় ৯০ রানে। শুভমন গিল ৩৪ রান করে ফিরতেই যেন আউট হওয়ার ধুম পড়ে যায়। ভারতীয় দল যখন একের পর এক উইকেট খোয়াচ্ছে তারই মাঝে মাঠে দেখা যায় বিরাটকে। ব্যাট হাতে নামার উপায় ছিল না। সতীর্থদের সঙ্গে কথা বলতে পানীয়ের বোতল হাতে মাঠে দেখা যায় তাঁকে। ৩৭তম ওভারের পর ভারতের স্কোর তখন ১৬৭/৭। ক্রিজে শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদব। তখনই ক্যামেরাম্যান ফোকাস করলেন দু’জন ক্রিকেটারের দিকে যাঁরা বোতল হাতে মাঠে প্রবেশ করছেন। একজন বিরাট কোহলি ও অন্যজন যুজবেন্দ্র চাহাল। সতীর্থদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন বিরাট। অনুরাগীরাও প্রিয় ক্রিকেটারের ঝলক পেয়ে খুশি।

তবে কোহলির টিপসে তেমন লাভ হয়নি। দ্বিতীয় ওডিআই ম্যাচে মাত্র ১৮১ রানে গুটিয়ে যায় ভারত। সর্বাধিক ৫৫ রান করেন ইশান কিষাণ। ৪ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ান টিম। ৬ উইকেটে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ওডিআই সিরিজ এখন ১-১ সমতায়।