IPL 2024: রানের সুনামি থামুক IPL-এ , অসহায় বোলারদের জন্য বোর্ডকে বিশেষ পরামর্শ গাভাসকরের

চলতি আইপিএলে প্রচুর রান হচ্ছে। ১৭তম আইপিএলের একাধিক ম্যাচের স্কোরবোর্ড দেখলে অনেক ক্রিকেট প্রেমীদের চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে। হঠাৎ এত কেন রান হচ্ছে এ বারের আইপিএলে? অনেক টিমের বোলাররা হয়তো অসহায় বোধ করছেন। এই পরিস্থিতিতে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বিসিসিআইকে বোলারদের সুরক্ষা দেওয়ার জন্য এক উপায় জানিয়েছেন।

IPL 2024: রানের সুনামি থামুক IPL-এ , অসহায় বোলারদের জন্য বোর্ডকে বিশেষ পরামর্শ গাভাসকরের
IPL 2024: রানের সুনামি থামুক IPL-এ , অসহায় বোলারদের জন্য বোর্ডকে বিশেষ পরামর্শ গাভাসকরেরImage Credit source: X
Follow Us:
| Updated on: Apr 22, 2024 | 3:02 PM

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রানের বন্যা বইয়ে দেন দেশ বিদেশের ক্রিকেটাররা। চলতি আইপিএলে প্রচুর রান হচ্ছে। ১৭তম আইপিএলের একাধিক ম্যাচের স্কোরবোর্ড দেখলে অনেক ক্রিকেট প্রেমীদের চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে। এখনও অবধি চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ৩৭টি ম্যাচ হয়েছে। তাতে ৫ বার ২৫০-র বেশি অর্থাৎ এই ৩৭টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচে ২৫০-র বেশি রান তুলেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদই তিন বার চলতি আইপিএলে ২৫০-র বেশি দলগত রান তুলেছে। শুধু তাই নয়, অরেঞ্জ আর্মি আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড ২ বার ভেঙেছে। হঠাৎ এত কেন রান হচ্ছে এ বারের আইপিএলে? অনেক টিমের বোলাররা হয়তো অসহায় বোধ করছেন। এই পরিস্থিতিতে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বিসিসিআইকে বোলারদের সুরক্ষা দেওয়ার জন্য এক উপায় জানিয়েছেন।

সুনীল গাভাসকর ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে বোলারদের সুরক্ষা দেওয়ার জন্য একটি বার্তা দিয়েছেন। তাঁর মতে বিজ্ঞাপন বোর্ডকে আরও কিছুটা পিছিয়ে দিয়ে বাউন্ডারির দৈর্ঘ্য বাড়ানো যেতে পারে। তিনি বলেন, ‘আমি ক্রিকেট ব্যাটে কোনও পরিবর্তনের পরামর্শ দেব না। কারণ এগুলো নিয়মের মধ্যেই আছে। কিন্তু আমি অনেক দিন ধরেই বলে আসছি প্রতিটি মাঠের বাউন্ডারির দৈর্ঘ্য বাড়াতে হবে। এলইডি বা বিজ্ঞাপন বোর্ডগুলিকে কিছুটা পিছিয়ে দেওয়া যায়। তা হলে বাউন্ডারি লাইনটি আরও ২-৩ মিটার পিছিয়ে দেওয়া যাবে। তেমনটা করতে পারলে একটা ক্যাচ এবং একটা ছয়ের পার্থক্যও বোঝা যাবে। তা ছাড়া বোলারদেরই সব সময় ভুগতে হবে।’

টি-২০ ক্রিকেটে ধুম ধাড়াক্কা ব্যাটিং দর্শকরা উপভোগ করেন। কিন্তু অনেক সময় প্রতিনিয়ত পাওয়ার হিটিং অনেককে বিরক্ত করতে পারে। সানির কথায়, “গত কয়েকদিন ধরে আমরা টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই দেখছি যে, ক্রিকেটাররা এমন ব্যাটিং করছে যে কোচরা হয়ে ওদের নেটে বলছেন, ‘এটি শেষ রাউন্ড’ এবং সবাই নিজের ব্যাটিং দেখাতে শুরু করছে। তাতে তারা আউট হোক বা না হোক। এটা কিছুটা আনন্দদায়ক, কিন্তু তারপরে এটা আর উত্তেজনাপূর্ণ হয় না। আমি আরও একটি শক্তিশালী শব্দ এর জন্য ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু বলব না।”