Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TNPL : আশ্চর্য শট অশ্বিনের সতীর্থের, সূর্যকুমার যাদব কি ভর করেছিলেন?

Watch Video : ভারতের সিনিয়র তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন টিএনপিএলে খেলেন। এবং তিনি এই মরসুমে নেতৃত্বও দিচ্ছেন ডিন্ডিগুল ড্রাগন্স টিমকে। সেখানেই অশ্বিনের এক সতীর্থর উপর যেন ঢুকে পড়েছিল সূর্যকুমার যাদবের আত্মা! কেন এমনটা বলা হচ্ছে? ভিডিয়ো দেখলেই বুঝতে পারবেন।

TNPL : আশ্চর্য শট অশ্বিনের সতীর্থের, সূর্যকুমার যাদব কি ভর করেছিলেন?
TNPL : আশ্চর্য শট অশ্বিনের সতীর্থের, সূর্যকুমার যাদব কি ভর করেছিলেন?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 12:04 PM

ডিন্ডিগুল : দেশে বিদেশে একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আইপিএলের মতো এতটা জনপ্রিয় কোনও লিগই নয়। এ বার আইপিএলে (IPL) খেলা একাধিক ক্রিকেটারকে খেলতে দেখা যাচ্ছে টিএনপিএলে (TNPL)। ২০১৬ সাল থেকে চলছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। এ বারের রোমাঞ্চকর টিএনপিএল এগিয়ে চলেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের রমরমার মধ্যে এ বারের টিএনপিএলের বিভিন্ন ঘটনা লাইমলাইটে চলে আসছে। এ বার এই লিগের এক ম্যাচে এমন ঘটনা ঘটল যা মনে করিয়ে দিল ভারতীয় তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। আইপিএলে তিনি খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। কিন্তু টিএনপিএলে তিনি খেলেন না। তবে ভারতের সিনিয়র তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন এই লিগে খেলেন। এবং তিনি এই মরসুমে নেতৃত্বও দিচ্ছেন ডিন্ডিগুল ড্রাগন্স টিমকে। সেখানেই অশ্বিনের এক সতীর্থের উপর যেন ঢুকে পড়েছিল সূর্যকুমার যাদবের আত্মা! কেন এমনটা বলা হচ্ছে? ভিডিয়ো দেখলেই বুঝতে পারবেন। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঠিক কী ঘটেছিল, যা দেখে মনে হয়েছে TNPL এর ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের সতীর্থের ভেতর ভর করেছিলেন সূর্যকুমার যাদব?

টিএনপিএলে ডিন্ডিগুল ড্রাগন্সের বিরুদ্ধে টস জেতে চিপক সুপার গিলিজ। প্রথমে ব্যাটিং করতে নামে অশ্বিনের দল। ডিন্ডিগুলের ইনিংস চলাকালীন ১২তম ওভারে দেখা যায় হুবহু সূর্যকুমার যাদবের মতো শট খেলেন অশ্বিনের সতীর্থ শরৎ কুমার। সেই ওভারে বোলার ছিলেন বি রকি। অফ স্টাম্পের বাইরে তিনি বল ছুড়ে দেন। শরৎ তা টের পেয়ে অফ স্টাম্পের বাইরে চলে যান। তাঁর এক পা ছিল পিচের বাইরে। সেখান থেকে তিনি এক হাঁটু মুড়ে বসে শর্ট ফাইন লেগে শট মারেন। আর সেই শট মারতে গিয়ে প্রায় মাঠে শুয়ে পড়ার মতো অবস্থা হয় তাঁর। ওই বলে ৪ রান পান তিনি। ওই সময় শরৎকে যে কেউ দেখলে বলতে বাধ্য, এ তো সূর্যকুমার যাদবের মতো শট খেললেন তিনি। শেষ অবধি ২১ বলে ২৫ রান করেন শরৎ কুমার। আর চিপক সুপার গিলিজের বিরুদ্ধে ১ রানে ম্যাচ জিতে নেয় ডিন্ডিগুল।

শুধু আইপিএলেই নয়। সূর্যকুমার যাদব আন্তর্জাতিক ক্রিকেটেও একাধিক বার এই রকম শট খেলেছেন। তিনি মাঠের যে কোনও প্রান্তে বল পাঠাতে পারেন বলে তাঁকে ৩৬০ ডিগ্রিও বলা হয়। পুরো মাঠের যে কোনও জায়গায় শট খেলতে পারতেন বলে দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডে ভিলিয়ার্সকে মিস্টার ৩৬০ ডিগ্রি বলা হয়।