Ind vs Aus, 2nd Test: দিল্লি টেস্টের আগে হঠাৎই হোটেল বদল রোহিতদের, বিরাট গেলেন কোথায়?

দিল্লিতে খেলা থাকলে ভারতীয় টিম সাধারণ তাজ প্যালেস কিংবা আইটিসি মৌর্যতে ওঠে। কিন্তু এ বার এতদিনের নিয়মে এসেছে বদল। ওই দুটি হোটেলের বদলে একটি নতুন হোটেলে থাকতে বাধ্য হয়েছে ভারতীয় দল।

Ind vs Aus, 2nd Test: দিল্লি টেস্টের আগে হঠাৎই হোটেল বদল রোহিতদের, বিরাট গেলেন কোথায়?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 4:25 PM

নয়াদিল্লি: আইসিসির ব়্যাঙ্কিং কাণ্ডে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট টিম (Indian Cricket Team)। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা বুধবার দুপুরে জানিয়েছিল, ব়্যাঙ্কিংয়ের খাতায় এক নম্বরে উঠে পড়েছে ভারত। কিন্তু কয়েক ঘণ্টা পর আশ্চর্যজনক ভাবে অস্ট্রেলিয়াকে (Ind vs Aus) এক নম্বর টিম হিসেবে ঘোষণা করা হয়েছে। দু’নম্বরে নামিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাদের। এতেই শেষ নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার রাজধানীতে নামার আগে সমস্যা পিছু ছাড়ছে না ভারতীয় টিমের। কেন হঠাৎ টিম হোটেল বদলাতে হল? বিরাট কোহলিই (Virat Kohli) বা গেলেন কোথায়? তুলে ধরল TV9 Bangla

দিল্লিতে খেলা থাকলে ভারতীয় টিম সাধারণ তাজ প্যালেস কিংবা আইটিসি মৌর্যতে ওঠে। কিন্তু এ বার এতদিনের নিয়মে এসেছে বদল। ওই দুটি হোটেলের বদলে একটি নতুন হোটেলে থাকতে বাধ্য হয়েছে ভারতীয় দল। করকরদুমার পাঁচতারা হোটেল লীলাতে উঠেছে ক্রিকেট টিম। কেন, তার ব্যাখ্যাও মিলছে। এক কর্তা বলছেন, ‘দিল্লির একটা অন্য এলাকায়, করকরদুমায় হোটেল নিতে বাধ্য হয়েছে ভারতীয় টিম। এতদিন যে হোটেলে থাকতে অভ্যস্ত ছিল ক্রিকেটাররা, তা আর হয়নি।’

এর কারণ কী? দেশের আর অন্যান্য শহরের মতো দিল্লিতেও চলছে বিয়ের মরসুম। অনুষ্ঠান বাড়ি থেকে বিভিন্ন ক্লাব, এমনকি পাঁচতারা হোটেলগুলোতেও চলছে কোনও না কোনও বিয়ের রিসেপশন। ফলে রুম মেলাই ভার এখন দিল্লিতে। এই পরিস্থিতির কারণেই টিম ইন্ডিয়া তাজ প্যালেস, আইটিসি মৌর্যের মতো পছন্দের হোটেলে রুম পায়নি। তাই বাধ্য হয়েই থাকতে হচ্ছে করকরদুমার পাঁচতারা হোটেল লীলায়।

রোহিতরা না হয় রাজধানীর এক নতুন হোটেলে গেড়েছেন আস্তানা, বিরাট কোহলি গেলেন কোথায়? ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বিরাট দিল্লিরই ছেলে। এই শহরের অলি-গলিতে খেলে বড় হয়েছেন। ২০১৭ সালের পর আবার কোনও আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। তাই দিল্লিতে নিজের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। যাতে পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাতে পারেন। বুধবারের মতো বৃহস্পতিবারও বাড়ি থেকেই এসেছিলেন প্র্যাক্টিসে। তাঁর কালো রংয়ের স্পোর্টস পোর্সে এখন চর্চার বিষয়।