IND vs AUS ICC WC Final: ‘এই হারে কোনও লজ্জা নেই’, বার্তা কিংবদন্তির
ICC world Cup 2023, IND vs AUS Final: ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। চেন্নাইতে চাপের মুহূর্ত থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একঝাঁক রেকর্ড, বিধ্বংসী ব্যাটিং-বোলিং। এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। ঘরের মাঠেই শেষ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ভারত যেন একটা ট্রেন্ড তৈরি করেছিল। আয়োজক দেশই চ্যাম্পিয়ন।

আশা, আশঙ্কা, প্রত্যাশা, ভরসা। বিশ্বকাপের একটা করে ম্যাচের সঙ্গে এই বিশেষণগুলো জুড়ছিল। দীর্ঘ এক যুগ পর ঘরের মাঠে বিশ্বকাপ। ফাইনালেও উঠেছিল ভারত। তাও আবার টানা দশ ম্যাচ জিতে। প্রত্যাশা বাড়বে এমনটাই তো স্বাভাবিক। ভারতীয় ক্রিকেট প্রেমীরা যেমন প্রত্যাশায় ছিলেন, আতঙ্কও ছিল। অধিনায়ক রোহিত শর্মাও যেটা বারবার মনে করিয়ে দিয়েছেন। টানা দশ ম্যাচের সাফল্য ব্যর্থ হতে পারে শেষ ম্যাচটা না জিতলে। সেটাই যেন হল। গত দশ ম্যাচে যা হয়েছে, তা আর মনে থাকবে কী! যেটা মনে থেকে যাবে, আরও একবার ট্রফির কাছ থেকে ফিরল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। ম্যাচ শেষে ৮৩’র সদস্য অবশ্য বলছেন, এই হারে লজ্জিত হওয়ার কিছু নেই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। চেন্নাইতে চাপের মুহূর্ত থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একঝাঁক রেকর্ড, বিধ্বংসী ব্যাটিং-বোলিং। এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। ঘরের মাঠেই শেষ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ভারত যেন একটা ট্রেন্ড তৈরি করেছিল। আয়োজক দেশই চ্যাম্পিয়ন। ২০১৫ এবং ২০১৯ সালে আয়োজক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়। এ বার কি ভারতের পালা? সেই আশাই ছিল। কিন্তু দশ ম্যাচের হাসি মিলিয়ে গেল ফাইনালে।
ম্যাচ শেষে ৮৩’র বিশ্বজয়ী দলের সদস্য সুনীল গাভাসকর সম্প্রচারকারী চ্যানেলে বলেন, ‘পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ভারত। একটা হারে ওদের এতদিনের পরিশ্রমকে অস্বীকার করা যায় না। আর অস্ট্রেলিয়ার মতো দলের কাছে হারে লজ্জিত হওয়ারও কারণ নেই। অস্ট্রেলিয়া এর আগে পাঁচ বার বিশ্বকাপ জিতেছে। চ্যাম্পিয়ন দলের কাছে হারের জন্য লজ্জিত না হওয়াই উচিত।’





