TNPL 2023 : ছিটকে গেল স্টাম্প, উড়ুক্কু ব্যাটার তবুও রইলেন নট আউট!

TNPL, Watch Video : তামিলনাড়ু প্রিমিয়ার লিগে হল এক বড়সড় ভুল। ব্যাটার রান আউট হয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ দল ও ফিল্ড আম্পায়ার কেউই বিষয়টি লক্ষ্য করেননি।

TNPL 2023 : ছিটকে গেল স্টাম্প, উড়ুক্কু ব্যাটার তবুও রইলেন নট আউট!
TNPL 2023 : ছিটকে গেল স্টাম্প, উড়ুক্কু ব্যাটার তবুও রইলেন নট আউট!
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 1:27 PM

চেন্নাই : হায় রে কপাল! নাকি, বাহ রে কপাল! এই ভিডিয়ো দেখে কী বলবেন? আসলে ঘটনাটা বিস্তারিত বলা যাক। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (Tamil Nadu Premier League) এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তা ঠিক কী রকম? বল উইকেটে গিয়ে সজোরে লাগল। ব্যাটার তখন ভাসমান। স্টাম্প থেকে বেল পড়ে গেল। কিন্তু ব্যাটার আউট হলেন না। কি এসব শুনে তালগোল পাকিয়ে যাচ্ছে? এ বার আর একটু পরিষ্কার করে গোটা ঘটনাটি বলা যাক। চলতি টিএনপিএলে (TNPL) সালেম স্পার্টান্সের বিরুদ্ধে নেমেছিল লাইকা কোভাই কিংস। সেখানে লাইকার ইনিংসের সময় সালেম দল একটা বিরাট ভুল করে বসে। ফিল্ড আম্পায়ারও সেটি দেখতে পাননি। লাইকার এক ক্রিকেটার ব্যক্তিগত ১০ রানের মাথায় রান আউট ছিলেন। মাঠ ছাড়ার জায়গায় সালেম ও আম্পায়ারের ভুলে তিনি দ্বিতীয় সুযোগ পান। এবং করে যান ৩২ বলে ৪৪ রান। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঘটনাটি ঘটে টিএনপিএলে লাইকা কোভাই কিংসের ইনিংসে। ২.৩ ওভারে। তখন বল করছিলেন সালেমের অভিষেক তানওয়ার। ক্রিজে ছিলেন সাই সুদর্শন ও এস সুজয়। অভিষেকের বলটি সুজয় মারেন কভারের দিকে। তা খুব দ্রুত নন স্ট্রাইকার এন্ডে ছুঁড়ে দেন সালেমের এক ফিল্ডার। সেই সময় বাঁ-হাতি ব্যাটার সুজয় ঘোষ ক্রিজের কাছে এসে লাফান। ততক্ষণে বল গিয়ে সজোরে আঘাত করে স্টাম্পে। সঙ্গে সঙ্গে বেল পড়ে যায়। আর সেই সময় সুজয়ের পা মাটিতে ছিল না। বরং তিনি ছিলেন ভাসমান অবস্থায়। এই বিষয়টি কেউই লক্ষ্য করেননি। নিয়ম অনুযায়ী, তিনি রান আউট ছিলেন। কিন্তু সালেম দলের কেউ আবেদন করেননি। ফিল্ড আম্পায়ারেরও নজর এড়িয়ে যায় বিষয়টি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন, সুজয় আউট ছিলেন।

View this post on Instagram

A post shared by FanCode (@fancode)

s sujay in TNPL

বামদিকের বৃত্তে দেখা যাচ্ছে বল স্টাম্পে আঘাত করেছে এবং বেল পড়ে গিয়েছে। ডানদিকের বৃত্তে দেখা যাচ্ছে এস সুজয়ের দুই পা-ই মাটি থেকে উপরে রয়েছে। (ছবি-ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট)

ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিং বাছে সালেম। রাম অরবিন্দের অপরাজিত ৫০ রান, সুজয়ের ৪৪ আর সাই সুদর্শনের ৪১ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে লাইকা কোভাই কিংস। ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই বিরাট ধাক্কা খায় সালেম। ১৯তম ওভারে ১২০ রান তুলে অলআউট হয়ে যায় সালেম। ফলে ৭৯ রানে ম্যাচ জিতেছে লাইকা। যদি লাইকার ইনিং, চলাকালীন সালেমের ক্রিকেটাররা বা ফিল্ড আম্পায়ার এস সুজয়ের ওই রান আউটটি দেখতে পেত, তা হলে ম্যাচের ফলাফল অন্য হতে পারত।