Travis Head: চোট সারিয়ে ফিরেই বাজিমাত, বিশ্বকাপ অভিষেকে দ্রুততম শতরান ট্রাভিস হেডের

ICC World Cup, AUS vs NZ: যে সময় প্যাট কামিন্স সহ বাকি অজি টিমের সদস্যরা বিশ্বকাপের জন্য ভারতে এলেন, তখন ভাঙা হাত নিয়ে অস্ট্রেলিয়ার দুঃখ করে বসে থাকতে হয়েছিল ট্রাভিস হেডকে। নির্বাচকরা জানতেন হেডকে টুর্নামেন্টের শুরুতে পাওয়া যাবে না। তারপরও তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রাখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

Travis Head: চোট সারিয়ে ফিরেই বাজিমাত, বিশ্বকাপ অভিষেকে দ্রুততম শতরান ট্রাভিস হেডের
বিশ্বকাপ অভিষেকে দুরন্ত সেঞ্চুরি ট্রাভিস হেডের।Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 4:03 PM

ধরমশালা: একেই বলে কামব্যাক। আর একেই বলে বিশ্বকাপ অভিষেক। যে সময় প্যাট কামিন্স সহ বাকি অজি টিমের সদস্যরা বিশ্বকাপের জন্য ভারতে এলেন, তখন ভাঙা হাত নিয়ে অস্ট্রেলিয়ার দুঃখ করে বসে থাকতে হয়েছিল ট্রাভিস হেডকে (Travis Head)। নির্বাচকরা জানতেন হেডকে টুর্নামেন্টের শুরুতে পাওয়া যাবে না। তারপরও তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রাখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। নিজের দেশে চোট সারিয়ে অবশেষে ভারতে আসেন হেড। ততদিনে অস্ট্রেলিয়ার এ বারের বিশ্বকাপের ৫ ম্যাচে খেলা হয়ে গিয়েছে। আজ ধরমশালায় টুর্নামেন্টে নিজেদের ছয় নম্বর ম্যাচে নেমেছে অস্ট্রেলিয়া। তাতে একাদশে সুযোগ পান হেড। আর সুযোগ পেয়েই দুরন্ত সেঞ্চুরি উপহার দিলেন তিনি। গড়লেন রেকর্ডও। কারণ, ওডিআই বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ইতিহাসে ডেবিউ ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করেছেন তিনি। কিউয়িদের বিরুদ্ধে ৫৯ বলে শতরান করেন হেড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওডিআই বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরি করা চতুর্থ ক্রিকেটার হলেন ট্রাভিস হেড। হাত ভাঙার কারণে যাঁর বিশ্বকাপ খেলাই অনিশ্চিত ছিল, সেই তিনিই সুযোগ পেয়ে জ্বলে উঠলেন। ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে নামেন ট্রাভিস হেড। ২৫ বলে কিউয়িদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন হেড। ওয়ার্নার-হেডের ১৭৫ রানের দুরন্ত পার্টনারশিপ দেখা গিয়েছে। ৮১ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার। আর কিছুক্ষণ ক্রিজে থাকতে পারলে সেঞ্চুরিটা পেয়ে যেতেন। দেখতে দেখতে ৫৯ বলে শতরান পূর্ণ করে ফেলেন হেড।

অবশ্য হেড সেঞ্চুরি করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ২৩.২ ওভারে হেডের উইকেট তুলে নিয়ে অজিদের দ্বিতীয় ধাক্কা দেন গ্লেন ফিলিপস। ৬৭ বলে ১০৯ রান করার পথে হেডের ব্যাটে এসেছে ১০টি চার এবং ৭টি ছয়। টস হেরে প্রথমে ব্যাটিং করে ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ৩৮৯ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া।