ICC World Cup 2023: বিশ্বকাপ দেখতে ভারতে কবে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক?

দেশের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। সেই বিশ্বকাপে খেলছে ১০টি দল। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড টিমকে এ বার সমর্থন করতে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ক্রিকেটের প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের আলাদা ভালোবাসা রয়েছে। এ বার সেই ক্রিকেট প্রীতির টানে ভারতে আসছেন ঋষি সুনক (Rishi Sunak)।

ICC World Cup 2023: বিশ্বকাপ দেখতে ভারতে কবে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক?
বিশ্বকাপ দেখতে ভারতে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 11:05 AM

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের ক্রীড়াবিদদের সব সময় উৎসাহিত করেন। ভারতে ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য মোদী যথাসাধ্য চেষ্টা করেন। সদ্য হানঝাউ থেকে ফেরা ভারতীয় অ্যাথলিদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। এদিকে দেশের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। সেই বিশ্বকাপে খেলছে ১০টি দল। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড টিমকে এ বার সমর্থন করতে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ক্রিকেটের প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের আলাদা ভালোবাসা রয়েছে। এ বার সেই ক্রিকেট প্রীতির টানে ভারতে আসছেন ঋষি সুনক (Rishi Sunak)। তাঁর ভারত সফরের ফলে দুই দেশের বানিজ্যের নতুন দিশাও উন্মোচিত হতে পারে বলে শোনা যাচ্ছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

জস বাটলারদের তাতাতে কবে ভারতে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক?

২৯ অক্টোবর বিশ্বকাপের ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হবে জস বাটলারের ইংল্যান্ড এবং রোহিত শর্মার ভারত। আর অক্টোবরের শেষের দিকে ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। এখনও অবধি অবশ্য ঋষি সুনকের আসন্ন ভারত সফর নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে ২৯ অক্টোবর লখনউতে হতে চলা ভারত-ইংল্যান্ড ম্যাচ চাক্ষুষ করতে পারেন ঋষি সুনক। ওয়াকিবহাল মহলের মতে, ঋষির এই ভারত সফরে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দুই দেশের বানিজ্য সংক্রান্ত আলোচনা হতে পারে।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময় এক বৈঠকে মুক্ত বাণিজ্য নিয়ে কথা হয়েছিল ভারত ও ব্রিটেনের প্রধানের মধ্যে। সূত্রের খবর, ঋষি সুনকের এই ভারত সফরে খুলতে পারে দুই দেশের জট। শোনা যাচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়েও আলোচনা হতে পারে।