Virat Kohli: রাজকোটেও হয়তো বিরাট কোহলির সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া
India vs England: পারিবারিক কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। মনে করা হচ্ছিল সিরিজের শেষের তিনটি টেস্ট খেলতে দলে ফিরবেন বিরাট। কিন্তু আপাতত যা পরিস্থিতি, তাতে শোনা গিয়েছে তৃতীয় টেস্টেও হয়তো বিরাট কোহলির সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া।

কলকাতা: দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝে মাথাব্যথা বাড়ল ভারতের। অন্যদিকে স্বস্তি ফিরল ইংল্যান্ড শিবিরে। দুটোরই কারণ বিরাট কোহলি (Virat Kohli)। পারিবারিক কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টো টেস্ট (Test) থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। মনে করা হচ্ছিল সিরিজের শেষের তিনটি টেস্ট খেলতে দলে ফিরবেন বিরাট। কিন্তু আপাতত যা পরিস্থিতি, তাতে শোনা গিয়েছে তৃতীয় টেস্টেও হয়তো বিরাট কোহলির সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে চলছে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। আজ, সোমবার এই টেস্টের চতুর্থ দিন। এরই মাঝে সংবাদ সংস্থা এএনআইয়ের এক সূত্র জানিয়েছে, তৃতীয় টেস্টেও পাওয়া যাবে না বিরাট কোহলিকে।
ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছিলেন, ‘ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মা ও টিম ম্যানেজমেন্টকে এই ব্যাপারে জানিয়েছেন বিরাট। বিসিসিআই বিরাট কোহলির এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।’ ভারতীয় ক্রিকেট প্রেমীরা আশাবাদী ছিলেন দুটো টেস্টের পর রাজকোটে তাঁরা দেখতে পাবেন কিং কোহলিকে। কিন্তু দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পথে সেই সম্ভবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে।
আসলে বিরাট কোহলির স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। বিরুষ্কার পরিবারে যে দ্বিতীয় সন্তান আসছে, সেই খবর সম্প্রতি নিশ্চিত করেছেন বিরাট কোহলির খুব কাছের বন্ধু, প্রোটিয়া কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স। তিনি জানান, এই সময় পরিবারের পাশে থাকার জন্য বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে ২টো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের সূত্রের খবর, বিসিসিআই এখনও জানতে পারেনি বিরাট তৃতীয় টেস্টের টিম বাছাইয়ের জন্য উপলব্ধ কিনা। যে কারণে বারবার আলোচনা হচ্ছে যে রাজকোটেও হয়তো দেখা যাবে না বিরাট কোহলিকে। এ বার দেখার ৫ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ৩ টেস্টের জন্য ভারতীয় দল কবে, কখন ঘোষণা হয়। এবং তাতে বিরাট কোহলির নাম থাকে কিনা।





