Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli’s Diet: সম্পূর্ণ শাকাহারি, ৯০ শতাংশ সেদ্ধ খাবার; ফিটনেসের রহস্য ফাঁস বিরাটের

জাতীয় দলের নেতৃত্বে থাকাকালীন দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিপ্লব এনেছিলেন বিরাট কোহলি। নিজেও ফিট থাকতে ভালোবাসেন, অন্যদেরও উৎসাহ দেন। কোহলির এই চূড়ান্ত ফিটনেসের পিছনে ডায়েটের বড় ভূমিকা রয়েছে।

| Edited By: | Updated on: Apr 29, 2023 | 10:00 AM
গত এক দশক ধরে জাতীয় দলের হয়ে খেলছেন। রয়েছে আইপিএলও। কিন্তু বড়সড় চোটের জন্য বিরাট ম্যাচ খেলতে পারেননি এমন ঘটনা খুব কমই ঘটেছে। যার অন্যতম কারণ হল ফিটনেস। (ছবি:টুইটার)

গত এক দশক ধরে জাতীয় দলের হয়ে খেলছেন। রয়েছে আইপিএলও। কিন্তু বড়সড় চোটের জন্য বিরাট ম্যাচ খেলতে পারেননি এমন ঘটনা খুব কমই ঘটেছে। যার অন্যতম কারণ হল ফিটনেস। (ছবি:টুইটার)

1 / 8
ফিটনেস চূড়ান্ত বলে মাঠে এনার্জির পরিমাণও বেশি। বাইশ গজে স্ফূর্তি দেখানো বিরাট সারাদিনে কী খান? জানতে আগ্রহী সাধারণ মানুষ। (ছবি:টুইটার)

ফিটনেস চূড়ান্ত বলে মাঠে এনার্জির পরিমাণও বেশি। বাইশ গজে স্ফূর্তি দেখানো বিরাট সারাদিনে কী খান? জানতে আগ্রহী সাধারণ মানুষ। (ছবি:টুইটার)

2 / 8
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি ফাঁস করেছেন তাঁর ডায়েট প্ল্যান। বেশ কয়েক বছর ধরে সম্পূর্ণ নিরামিষাশী তিনি। শাক, পাতা, সবজি, ফলমূল বেশি থাকে ডায়েটে।  (ছবি:টুইটার)

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি ফাঁস করেছেন তাঁর ডায়েট প্ল্যান। বেশ কয়েক বছর ধরে সম্পূর্ণ নিরামিষাশী তিনি। শাক, পাতা, সবজি, ফলমূল বেশি থাকে ডায়েটে। (ছবি:টুইটার)

3 / 8
বিরাট জানিয়েছেন, সাধারণত যে খাবার খেয়ে থাকেন তার ৯০ শতাংশই সেদ্ধ বা স্টিমড। (ছবি:টুইটার)

বিরাট জানিয়েছেন, সাধারণত যে খাবার খেয়ে থাকেন তার ৯০ শতাংশই সেদ্ধ বা স্টিমড। (ছবি:টুইটার)

4 / 8
বিরাটের খাবারে মশলার কোনও স্থান নেই। এককালে চেটেপুটে ছোলে কুলচে সাঁটিয়ে দেওয়া বিরাট মশলা বলতে শুধু বোঝেন নুন, গোলমরিচ এবং লেবুর রস।  (ছবি:টুইটার)

বিরাটের খাবারে মশলার কোনও স্থান নেই। এককালে চেটেপুটে ছোলে কুলচে সাঁটিয়ে দেওয়া বিরাট মশলা বলতে শুধু বোঝেন নুন, গোলমরিচ এবং লেবুর রস। (ছবি:টুইটার)

5 / 8
সেদ্ধ খাবারে এই কয়েকটি উপাদান মিশিয়ে খেয়ে নিতে পারেন অনায়াসে। বিরাট জানিয়েছেন, খাবারের স্বাদ নিয়ে তাঁর নাক উঁচু ভাব নেই।  (ছবি:টুইটার)

সেদ্ধ খাবারে এই কয়েকটি উপাদান মিশিয়ে খেয়ে নিতে পারেন অনায়াসে। বিরাট জানিয়েছেন, খাবারের স্বাদ নিয়ে তাঁর নাক উঁচু ভাব নেই। (ছবি:টুইটার)

6 / 8
মশলাদার কারি তাঁর পাতে পড়ে না। তবে ডাল খান। পঞ্জাবি রাজমা, লোভিয়ার লোভ সামলাতে পারেন না।  (ছবি:টুইটার)

মশলাদার কারি তাঁর পাতে পড়ে না। তবে ডাল খান। পঞ্জাবি রাজমা, লোভিয়ার লোভ সামলাতে পারেন না। (ছবি:টুইটার)

7 / 8
কড়া ডায়েট এবং কঠোর পরিশ্রম। বিরাট কোহলির মতো ফিটনেস পেতে সাধনার প্রয়োজন।  (ছবি:টুইটার)

কড়া ডায়েট এবং কঠোর পরিশ্রম। বিরাট কোহলির মতো ফিটনেস পেতে সাধনার প্রয়োজন। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: