Kohli Sonakshi dance Video: সোনাক্ষীর শাড়ির ফলসে হারিয়ে গিয়েছিলেন বিরাট, ফাঁস পুরনো ‘কীর্তি’
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বহু পুরনো একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োতে বিরাটের সঙ্গে রয়েছেন বলিউডের নায়িকা সোনাক্ষী সিনহা।
মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) জীবনে অনুষ্কা শর্মার প্রবেশের আগে বিভিন্ন নায়িকা, মডেলের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ভেসে আসত। মহিলা মহলে বিরাট কোহলির জনপ্রিয়তা বরাবরই বেশি। তালিকা থেকে বাদ নেই বলিউডের সুন্দরীরাও। ভারতীয় দলের এই দুরন্ত ফিট, হ্যান্ডসাম ক্রিকেটারের মনে শেষমেশ স্থায়ী জায়গা করে নিয়েছেন বলিউড বিউটি অনুষ্কা শর্মা। আজ স্ত্রী-মেয়ে নিয়ে সুখে সংসার করলেও অনুষ্কার প্রবেশের আগে বিরাটের ঠিক কেমন ছিলেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে বিরাটের সঙ্গেই রয়েছেন বলিউডের দবং গার্ল সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। সাদা পোশাক পরে সলমন খানের নায়িকার সঙ্গে বিরাটের ‘কীর্তি’ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Virat-Sonakshi Video)। কী করেছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক? তুলে ধরল TV9 Bangla।
ভিডিয়োটি ২০১৬ সালের। বর্তমান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও রীতিকা সচদের বিয়েতে গিয়ে আনন্দে মেতেছিলেন বিরাট। রোহিত যেমন সতীর্থ তেমনই রীতিকা ছিলেন বিরাটের একসময়ের ম্যানেজার। বিয়েতে ডান্স ফ্লোর মাতিয়ে দিয়েছিলেন বিরাট। তাও আবার সোনাক্ষী সিনহার সঙ্গে। ২০১৩ সালে মুক্তি পাওয়া সোনাক্ষীর সিনেমা আর রাজকুমারের হিট গান ‘সারি কে ফল সা’তে কোমর দোলাচ্ছিলেন সোনাক্ষী। স্টেজে উঠে বলি নায়িকাকে সঙ্গ দেন বিরাট। সোনাক্ষীর পরণে ছিল লাল-সাদা লেহেঙ্গা। বিরাটকেও সাদা রঙের পোশাকে দেখা গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ওই ক্লিপে দেখা গিয়েছে, সোনাক্ষীর নাচের সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমসিম খাচ্ছেন বিরাট। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল।
Rare video of VIRAT KOHLI and Sonakshi Sinha dancing together at Rohit Sharma’s wedding. pic.twitter.com/kVJbzcoeNL
— V I N A Y (@TrophyHeist) February 19, 2023
ভিডিয়োটি যখনকার তখন বিরাটের হাতে জাতীয় দলের নেতৃত্ব ভার এসে গিয়েছে। তবে কোহলি কোনওদিনই গুরুগম্ভীর নন। সতীর্থদের বিয়েতে প্রাণ খুলে নাচতে দেখা যায় তাঁকে। খেলা চলাকালীনও তাঁকে বহুবার ভাংড়া করতে দেখা গিয়েছে। কিছুদিন আগেই ঈশান কিষাণের সঙ্গে নাট্টু নাট্টু গানে নেচে ভাইরাল হয়েছিলেন। পাঠান সিনেমার গানে কোহলির নাচ দেখে প্রশংসা করেন স্বয়ং কিং খান।