CSK vs GT, IPL 2023 : বৃষ্টি থেকে বাঁচতেও ‘বিরাট’ ভরসা, ফুটো মোতেরায় দর্শকদের সহায় কোহলি!

Narendra Modi Stadium : বেশ কিছু ভিডিয়োতে দেখা গিয়েছে, মোদী স্টেডিয়ামের ছাদ বেয়ে দর্শকাসনে ঝরঝর করে পড়ছে জল। গ্যালারিতে থাকা দর্শকদের মাথা বাঁচানো দায়।

CSK vs GT, IPL 2023 : বৃষ্টি থেকে বাঁচতেও 'বিরাট' ভরসা, ফুটো মোতেরায় দর্শকদের সহায় কোহলি!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2023 | 6:06 PM

আমেদাবাদ: বিরাটই ভরসা। মাঠ হোক বা মাঠের বাইরে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যে। সেখানে কোহলির উপস্থিত থাকার কোনও কারণ নেই। তবুও রইলেন তিনি। দর্শকদের গলায় ফের শোনা গেল বিরাট…বিরাট ধ্বনি। রবিবার আমেদাবাদের বৈরি আবহাওয়ার জেরে ফাইনাল ম্যাচের একটিও বল গড়ায়নি। ম্যাচ স্থগিত হয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচ অফিশিয়ালরা জানিয়ে দেন, রিজার্ভ ডে অর্থাৎ ২৯ মে হবে ম্যাচ। তখন রাত ১১টা পার হয়ে গিয়েছে। দুই দলের ক্রিকেটাররা হোটেলে ফিরে যান। কিন্তু মোদী স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা দর্শকদের পরিস্থিতিটা ভেবে দেখুন! একে রাত, তার উপর দীর্ঘক্ষণ বৃষ্টির জেরে স্টেডিয়ামের বাইরে অংশ পুকুরে পরিণত হয়। বিপুল সংখ্যক দর্শক বৃষ্টি থেকে নিজেদের বাঁচিয়ে, জল ডিঙিয়ে কীভাবে বাড়ি ফিরবেন, সেটাই ছিল প্রধান মাথাব্যথা। সেইসব দর্শকদের সহায় হলেন কোহলি। কীভাবে? জেনে নিন TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

দর্শকাসনের নিরিখে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। দেশের প্রধানমন্ত্রীর নামে নামাঙ্কিত। লক্ষাধিক মানুষ একসঙ্গে বসে ম্যাচ দেখতে পারবেন। বাইরে থেকে দেখলে ঝাঁ চকচকে রঙিন। বিপুল অর্থ খরচ করে তৈরি এই স্টেডিয়ামই এখন বিসিসিআইয়ের পছন্দের তালিকার পয়লা নম্বরে। আসন সংখ্যা যার প্রধান কারণ। সেমিফাইনাল, ফাইনালের মতো টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি এখানেই অনুষ্ঠিত হচ্ছে। পছন্দের তালিকা থেকে পিছিয়ে পড়ছে ইডেন গার্ডেন্স, ওয়াংখেড়ের মতো আইকনিক স্টেডিয়াম। যাই হোক, ২০২৩ আইপিএলের উদ্বোধনী ম্যাচ থেকে ফাইনাল, দুটোর জন্যই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে বেছে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম ম্যাচ ভালোভাবে উতরে গেলেও, ফাইনাল ম্যাচে বোর্ডকে ‘ধোঁকা’ দিয়েছে আমেদাবাদের আবহাওয়া। প্রকৃতির উপর কারও নিয়ন্ত্রণ নেই। তাই কোথায়, কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তা অনেক সময় আগে থেকে আন্দাজ করা যায় না। কিন্তু রবিবারের বৃষ্টি ঝরা সন্ধ্যায় ক্রিকেট বিশ্বের কাছে মুখ পুড়েছে বোর্ডের। একে বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচের বল গড়ায়নি। দর্শকদের হতাশা আরও বেড়ে যায় স্টেডিয়ামের পরিস্থিতি দেখে। নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের ছাদ বেয়ে ঝরঝরিয়ে পড়ছে জল। ভিডিয়ো ভাইরাল কাঠগড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভেনু ঘোষণা না হলেও ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।

রবিবার ওই পরিস্থিতি থেকে স্টেডিয়াম থেকে বেরনোর হুড়োহুড়ি পড়ে যায়। স্টেডিয়ামের ভেতর বিরাট কোহলির একটি বিশাল পোস্টার রাখা ছিল। কয়েকজন দর্শক সেটাই উপড়ে নেন। অন্তত মাথা বাঁচিয়ে কোনওরকমে স্টেডিয়াম থেকে বেরতে পারেন দর্শকরা। তাঁদের বলতে শোনা যায়, প্রয়োজনের সময় কোহলিই ভরসা। বিরাটের নামে স্লোগানও ওঠে। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই ভিডিয়োটি টুইট করে লিখেছেন, “যখন কেউ ছিল না তখন বিরাট কোহলিই আমাদের ভরসা হলেন। “