গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে তৈরি থাকতে হবে: বিরাট

ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে বিরাট বলছেন, 'লাল বলের থেকে গোলাপি বল অনেক বেশি সুইং করে। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে যে ম্যাচটা খেলেছিলাম, সেটাতেও কিন্তু তাই দেখেছি। যে পিচেই খেলা হোক না কেন, নতুন গোলাপি বলে ব্যাট করাটা সব সময় চ্যালেঞ্জিং।'

গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে তৈরি থাকতে হবে: বিরাট
গোলাপি বলের প্রস্তুতিতে বিরাট কোহলি। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Feb 23, 2021 | 6:29 PM

আমেদাবাদ: গোলাপি বলে (PINK BALL TEST) ভারতের তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেও অত্যন্ত সফল ব্যাটসম্যান বিরাট কোহলিই। সব মিলিয়ে ২১৪ রান রয়েছে দিন-রাতের টেস্টে। সেই বিরাটও কিন্তু মনে করছেন, মোতেরায় গোলাপি বল সমস্যা তৈরি করতে পারে। আর তাই, ভারতীয় টিমের ব্যাটসম্যানদের তৈরি থাকতে বলছেন ক্যাপ্টেন।

ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে বিরাট বলছেন, ‘লাল বলের থেকে গোলাপি বল অনেক বেশি সুইং করে। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে যে ম্যাচটা খেলেছিলাম, সেটাতেও কিন্তু তাই দেখেছি। যে পিচেই খেলা হোক না কেন, নতুন গোলাপি বলে ব্যাট করাটা সব সময় চ্যালেঞ্জিং।’

আরও পড়ুন: দিন রাতের টেস্টের জন্য তৈরি রুটের দল

বল বেশি সুইং করা, তার থেকেও বেশি সমস্যার হল, ফ্লাডলাইটে ব্যাট করা। ওই সময় বল সুইং ও বাউন্স দুই-ই করে। বিরাট যা খুব ভালো করে জানেন। তাঁর কথায়, ‘যদি ফ্লাডলাইটে কোনও টিম ইনিংস শুরু করে, সেটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়। স্পিন খেলতে সমস্যা হয় না, কিন্তু পেসারদের সামলাতে ঝামেলা হয়। ওই সময় গোলাপি বল কিন্তু যে কোনও টিমকে ম্যাচে ফেরাতে পারে। এটা আমরা খুব ভালো করে জানি বলেই কিন্তু নিজেদের তৈরি করছি।’

ফ্লাডলাইটে খেলা আর লাল বলের টেস্টে প্রথম সেশন, দুটোই এক। বিরাটের কথায়, ‘বল যদি মুভ না করে, চমত্‍কার একটা সকাল থেকে, লাল বলের টেস্টে প্রথম সেশনে ব্যাট করতে সমস্যা হয় না। কিন্তু যদি মেঘলা থাকে আকাশ, তা হলে কিন্তু চাপ তৈরি হয়। সন্ধেয় ফ্লাডলাইটে ব্যাট করা কার্যত কঠিন। কারণ, বল ভালো করে দেখাও যায় না।’ একই সঙ্গে বিরাট বলছেন, ‘ঠিক এই কারণেই পরিবর্তিত পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে ব্যাটসম্যান। দুপুরে যেমন শুরু করতে হবে নতুন করে, তেমনই সন্ধেয় আরও একবার নতুন করে গার্ড নিতে হবে।’ ব্যাটসম্যানদের কাছে এই গোলাপি টেস্ট যদি গুরুত্বপূর্ণ হয়, বোলারদের কাছেও। কারণ পেসার বোলাররাই ফ্যাক্টর হতে পারেন দিন-রাতের টেস্টে। বিরাট যা নিয়ে বলেছেন, ‘বোলারদেরও কিন্তু একটা নির্দিষ্ট লাইন ও লেন্থে ধারাবাহিক বল করে যেতে হবে। ফ্লাডলাইট জ্বলার পর যদি পরিস্থিতি ঠিক থাকে, তা হলে আক্রমণে যাব আমরা।’