Duleep Trophy Final: চ্যাম্পিয়ন হতে চার উইকেট চাই রাহানেদের

Yashasvi Jaiswal : যশস্বীর দ্বিশতরানে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট জোন। তাদের ম্যাচ জয় যেন সময়ের অপেক্ষা। ২৬৫ রানের বিরাট ইনিংস যশস্বীর।

Duleep Trophy Final: চ্যাম্পিয়ন হতে চার উইকেট চাই রাহানেদের
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 7:14 PM

কোয়েম্বাটুর : দলীপ ট্রফি জয় থেকে চার উইকেট দূরে ওয়েস্ট জোন। ফাইনালে (Duleep Trophy Final) ম্যাচের এখনও একদিন বাকি। ম্যাচের প্রথম দু’দিন ব্যাকফুটে ছিল অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বাধীন ওয়েস্ট জোন। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন রাহানে, শ্রেয়স আইয়াররা। সাউথ জোন লিড নিয়েছিল। অ্যাডভান্টেজ ছিল হনুমা বিহারির নেতৃত্বাধীন সাউথ জোন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় আসতে দেননি তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। সঙ্গ দিলেন বাকিরাও। যশস্বীর দ্বিশতরানে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট জোন। তাদের ম্যাচ জয় যেন সময়ের অপেক্ষা। ২৬৫ রানের বিরাট ইনিংস যশস্বীর।

প্রথম ইনিংসে ২৭০ রান করে ওয়েস্ট জোন। কিছুটা লড়াই করেছিলেন হেত প্যাটেল (৯৮)। বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট করেছিলেন অপরাজিত ৪৭। বাঁ হাতি স্পিনার সাই কিশোর ৫ উইকেট নিয়েছিলেন। জবাবে বাবা ইন্দ্রজিতের শতরানে সাউথ জোন ৩২৭ রান করে। দ্বিতীয় ইনিংসকে অনবদ্য় প্রত্যাবর্তন ওয়েস্ট জোনের। যশস্বী জয়সোয়াল ২৬৫ রান করেন। ৩০টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি মারেন তিনি। শতরান করেন সরফরাজ খান। ১২৭ রানে অপরাজিত সরফরাজ। প্রথম ইনিংসে ৯৮ রান করা হেত প্যাটেল দ্বিতীয় ইনিংসে ৫১ রানে অপরাজিত থাকেন। ৫৮৫-৪ বিশাল স্কোরে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট জোন।

সাউথ জোনকে ৫২৯ রানের বিশাল লক্ষ্য দেয় ওয়েস্ট জোন। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ সাউথ জোনের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। মাত্র ১৪ রান করেন। আরেক ওপেনার রোহন কুন্নুমাল ৯৩ রান করেন। অধিনায়ক হনুমা বিহারি (১), প্রথম ইনিংসে শতরানকারী বাবা ইন্দ্রজিৎ মাত্র ৪ রান করেন। মণীশ পান্ডে, রিকি ভুইরাও ব্যর্থ। চতুর্থ দিনের শেষে সাউথ জোন ১৫৪-৬। জয়দেব উনাদকাট, অতীত শেঠ, শামস মুলানি ২টি করে উইকেট নেন। শেষ দিনে ৪ উইকেট প্রয়োজন ওয়েস্ট জোনের।