Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: দুই ধাপে প্রকাশিত হবে IPL সূচি, দেশের বাইরে টুর্নামেন্ট হওয়ার সম্ভবনা কতখানি?

হিসেব বলছে মাস দু'য়েক পরই এই কোটিপতি লিগ শুরু হওয়ার কথা। কিন্তু এখনও বোর্ডের পক্ষ থেকে আইপিএলের সূচি প্রকাশ করা হয়নি। এ বছর ভারতে লোকসভা নির্বাচন (2024 Lok Sabha Elections)। তাই বারবার শোনা গিয়েছে দেশের বাইরে কোথাও আইপিএল অনুষ্ঠিত হতেও পারে। বোর্ড সূচির পাশাপাশি আসন্ন আইপিএলের ভেনুর ব্যাপারেও কিছু জানায়নি।

IPL 2024: দুই ধাপে প্রকাশিত হবে IPL সূচি, দেশের বাইরে টুর্নামেন্ট হওয়ার সম্ভবনা কতখানি?
IPL 2024: দুই ধাপে প্রকাশিত হবে IPL সূচি, দেশের বাইরে টুর্নামেন্ট হওয়ার সম্ভবনা কতখানি?Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 27, 2024 | 3:14 PM

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই টানা কয়েকটা দিন ২২ গজে বিরাট বনাম রোহিত, আবার ধোনি বনাম হার্দিকদের লড়াই দেখার সুযোগ। এ বছর আইপিএলের (India) ১৭তম সংস্করণ হওয়ার কথা। হিসেব বলছে মাস দু’য়েক পরই এই কোটিপতি লিগ শুরু হওয়ার কথা। কিন্তু এখনও বোর্ডের পক্ষ থেকে আইপিএলের সূচি প্রকাশ করা হয়নি। এ বছর ভারতে লোকসভা নির্বাচন (2024 Lok Sabha Elections)। তাই বারবার শোনা গিয়েছে দেশের বাইরে কোথাও আইপিএল অনুষ্ঠিত হতেও পারে। বোর্ড সূচির পাশাপাশি আসন্ন আইপিএলের ভেনুর ব্যাপারেও কিছু জানায়নি। এ বার শোনা গিয়েছে একবারে পুরো সূচি নয়, বরং দুই ধাপে প্রকাশিত হবে আইপিএলের সূচি।

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা এর আগে জানিয়েছিলেন, আইপিএল দেশের বাইরে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে ভারত সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে বোর্ডের। তারপরই আইপিএলের ভেনুর ব্যাপারে জানাতে পারবে বিসিসিআই। এ বার শোনা গিয়েছে, লোকসভা নির্বাচনের বিরুদ্ধে দুই ধাপে প্রকাশিত হতে পারে আইপিএলের সূচি।

এর আগে শোনা গিয়েছিল ২২ মার্চ শুরু হতে পারে এ বারের আইপিএল। এবং টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ২৬ মে। কারণ জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আইসিসির মেগা ইভেন্ট এবং আইপিএলের মাঝে কিছুটা ব্যবধান রাখতে চাইছে বিসিসিআই।

দেশের মাটিতে লোকসভা নির্বাচন মানে এমনি সময় যতটা ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়া যায়, এ বার সেটা দেওয়া যাবে না। ফলে বার বার ভারতের বাইরে আইপিএলের আসর বসার প্রসঙ্গ আসছে। এর আগে ২০০৯ ও ২০১৪ সালে আইপিএল এবং লোকসভা নির্বাচন এক সময় হয়েছিল। যে কারণে ২০০৯ সালের আইপিএলের পুরোটাই হয়েছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে। আর ২০১৪ সালে ভারতে ও আমিরশাহিতে দুই ধাপে হয়েছিল আইপিএল। ফের বিদেশের মাটিতে আইপিএল হোক এমনটা চাননা ভারতীয় ক্রিকেট প্রেমীরা।