বিভ্রান্তি ছড়াবেন না, আর্জি ঋদ্ধিমানের

মে মাসের শুরুতে আইপিএল (IPL) খেলাকালীনই ঋদ্ধিমান (Wriddhiman Saha) করোনায় (Corona) সংক্রমিত হয়েছিলেন।

বিভ্রান্তি ছড়াবেন না, আর্জি ঋদ্ধিমানের
Follow Us:
| Updated on: May 14, 2021 | 3:23 PM

নয়াদিল্লি: দু’বার কোভিড (COVID-19) টেস্ট করিয়েছেন তিনি। যার একটা পজ়িটিভ, অন্যটা নেগেটিভ। তার পরও ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে ছড়িয়েছে গুজব, করোনার (Corona) প্রভাব থেকে এখনও বেরোতে পারেননি তিনি। সেই গুঞ্জন ওড়াতে নিজেই টুইট করলেন বাংলার ক্রিকেটার।

ঋদ্ধিমান লিখেছেন, ‘আমার কোয়ারান্টিন পর্ব এখনও কাটেনি। চিকিত্‍সার অংশ হিসেবে দু’বার কোভিড টেস্ট হয়েছে। একবার পজ়িটিভ ও একবার রিপোর্ট নেগেটিভ এসেছে। এটুকু বাদ দিলে আমি ভালোই আছি। অনুরোধ করব, পুরোটা না জেনে বিভ্রান্তিকর খবর কেউ ছড়াবেন না।’

মে মাসের শুরুতে আইপিএল (IPL) খেলাকালীনই ঋদ্ধিমান (Wriddhiman Saha) করোনায় (Corona) সংক্রমিত হয়েছিলেন। তার পর থেকেই তিনি কোয়ারান্টিনে আছেন। চিকিত্‍সকরা কড়া নজর রেখেছেন তাঁর উপর। করোনা সংক্রমিত হলেও শারীরিক কোনও সমস্যা নেই ঋদ্ধির। তাঁর চিকিত্‍সকরা আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন: ২০২৪ সালে ২০ দলের কুড়ি-বিশের বিশ্বকাপ?