Yashasvi Jaiswal: রোহিতের বদলা নিলেন যশস্বী! ফের ব্যর্থ শুভমন গিল
IND vs ENG: শুভমন গিল যেন জ্বলে উঠতেই পারছেন না। যে কারণে ক্রিকেট মহলে অনেকেই বলাবলি শুরু হয়েছে, শুভমন গিলের ঠিক হলটা কী? হায়দরাবাদ টেস্টে তিনি এক ইনিংসে ২৩ ও অপর ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন। এ বার বিশাখাপত্তনমে শুভমন ফের বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হলেন। লাঞ্চ বিরতির আগে ৩৪ রান করে মাঠ ছাড়লেন গিল।
কলকাতা: তাঁর মধ্যে বারুদ রয়েছে। কিন্তু তিনি যেন জ্বলে উঠতেই পারছেন না। যে কারণে ক্রিকেট মহলে অনেকেই বলাবলি শুরু হয়েছে, শুভমন গিলের (Shubman Gill) ঠিক হলটা কী? হায়দরাবাদ টেস্টে তিনি এক ইনিংসে ২৩ ও অপর ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন। এ বার বিশাখাপত্তনমে শুভমন ফের বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হলেন। লাঞ্চ বিরতির আগে ৩৪ রান করে মাঠ ছাড়লেন গিল। তাঁর উইকেট তুলে নেন সিনিয়র ইংল্যান্ড তারকা জিমি অ্যান্ডারসন। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ভারত অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নিয়েছিলেন শোয়েব বশির। রোহিতের উইকেটের বদলা নিলেন যশস্বী। এ বার ইংল্যান্ডের সেই ২০ বছরের বোলারের বিরুদ্ধে পরপর ছয়-চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন টিম ইন্ডিয়ার সেনসেশন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির মধ্যে ২টো উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে টিম ইন্ডিয়া। ৫১ রানে অপরাজিত রয়েছেন যশস্বী। আর ৪ রানে অপরাজিত চারে নামা শ্রেয়স আইয়ার। ৩০তম ওভারে বোলিংয়ে আসেন শোয়েব বশির। তাঁকে দ্বিতীয় বলে লম্বা ছক্কা হাঁকান যশস্বী। এরপরের বলেই চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী। এটি তাঁর টেস্ট কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান।
5⃣0⃣ up & going strong! 💪 💪
Yashasvi Jaiswal notches up his 3⃣rd Test half-century! 👏 👏#TeamIndia inching closer to 100.
Follow the match ▶️ https://t.co/X85JZGt0EV #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/lcFpE9yggl
— BCCI (@BCCI) February 2, 2024
গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ যশস্বী জয়সওয়ালের। ষষ্ঠ টেস্ট ম্যাচ খেলছেন তিনি। হায়দরাবাদ টেস্টে দুই ইনিংসে তিনি করেছিলেন ৮০ ও ১৫ রান। অল্পের জন্য তাঁর শতরান হাতছাড়া হয়েছিল। এ বার দেখার বিশাখাপত্তনমে যশস্বী তিন অঙ্কের রানে পৌঁছতে পারেন কিনা। তা যদি পারেন বছর ২২ এর যশস্বী, তা হলে সেটি তাঁর টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান হবে।