Yuzvendra Chahal : দুবাইয়ে প্রথম প্রেমের কাছে ছুটলেন যুজি, সুন্দরী কন্যার সঙ্গে ‘ঘনিষ্ঠ’ সেলফি ভাইরাল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন যুজবেন্দ্র চাহাল। তবে ওডিআই সিরিজ শুরু হতে হাতে এখনও সময় রয়েছে।
কলকাতা : জাতীয় দলের হয়ে শেষ বার ম্যাচ খেলেছিলেন চলতি বছরের জানুয়ারি মাসে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ ম্যাচ। এরপর আইপিএল খেলেছেন। আইপিএল শেষ হওয়ার পর থেকে ছুটির মোডে ছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর পালা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন। তবে ওডিআই সিরিজ শুরু হতে হাতে এখনও সময় রয়েছে। এই সময়টা বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমি ফিটনেসের কাজে ব্যয় করেছেন। এর পাশাপাশি কিছুদিনের জন্য দুবাইয়ে চলে গিয়েছিলেন যুজি। ‘প্রথম প্রেম’-এর টানে। সেখানে এক সুন্দরী মহিলার সঙ্গে যুজির তোলা সেলফি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কে ওই মহিলা? দুবাইয়ে কীসের জন্য গিয়েছিলেন জাতীয় দলের তারকা স্পিনার? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
সপ্তাহ দুয়েক ধরে ক্রীড়া বিশ্বে আলোচনার কেন্দ্র ছিল গ্লোবাল চেস লিগ। দাবা’র এই টুর্নামেন্ট নজর কেড়েছে অন্যরকম ফরম্যাটের জন্য। বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন এবং বিশ্বনাথন আনন্দের মতো দাবার জগতের মহারথীরা এই প্রতিযোগিতার অংশ ছিলেন। ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দুবাইয়ে চলেছে এই টুর্নামেন্ট। একটা চৌষট্টি খোপের জগতে নিয়মিত আনাগোনা ছিল চাহালের। দাবা হল তাঁর প্রথম প্রেম। বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছেন যুজি। পরে ক্রিকেটে কেরিয়ার গড়লেও তাঁর জীবন থেকে মুছে যায়নি দাবা। ফ্লাইটে, বাসে, সময়ে অবসরে চেস বোর্ড নিয়ে বসে পড়েন। তাই গ্লোবাল চেস লিগের উদ্বোধনী সংস্করণ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি। দাবা ও ক্রিকেটে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা যুজবেন্দ্র দুবাইয়ে গিয়েছিলেন এই কারণেই।
সেখানে যুজি বলেন, “প্রথম জাতীয় দলের জার্সি দাবা খেলতে গিয়ে পেয়েছিলাম। এই খেলা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। যা ক্রিকেটেও কাজে লাগে। অনেক সময় ভালো বল করেও উইকেট মেলে না। তখন ধৈর্যের খুব প্রয়োজন হয়।” চেস এবং ক্রিকেটের মধ্যে তেমন পার্থক্য খুঁজে পান না যুজি। তিনি বলেছেন, “দাবা ও ক্রিকেট হল সমান জিনিস। ক্রিকেটে আপনি আগ্রাসন দেখাতে পারেন। কিন্তু দাবায় সেটা সম্ভব নয়। দাবা সবসময় ধৈর্য ধরতে শেখায়।”
দুবাইয়ে গিয়ে যুজির সাক্ষাৎ হয়েছে বিশ্বনাথন আনন্দের সঙ্গে। গ্লোবাল চেস লিগের প্রতি সমর্থন জোগাতে গিয়ে অনুরাগীদের সঙ্গেও দেখা করেছেন যুজি। আফ্রিকার মহিলা চেস চ্যাম্পিয়ন জেস ফেব্রুয়ারি যুজির বড় ফ্যান। ভারতীয় দলের তারকা ক্রিকেটারের সঙ্গে জেসের তোলা ছবিটিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।