T20 World Cup 2022: প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবোয়ে
Scotland vs Zimbabwe :অধিনায়ক ক্রেগ আরভিন এবং সিকান্দার রাজা জুটি ভরসা দেয় জিম্বাবোয়েকে। আরভিন ইনিংস অ্যাঙ্কর করেন, উল্টোদিকে বিধ্বংসী ব্যাটিং সিকান্দার রাজার। তবে ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে স্লোয়ার বাউন্সারের ফাঁদে রাজা। পুল শট খেলার চেষ্টা, গ্লাভসে বল লেগে কিপারের হাতে। মাত্র ২৩ বলে ৪০ রানের অনবদ্য ইনিংস রাজার।
হোবার্ট : দীর্ঘ পরিশ্রম, ধারাবাহিকতা এবং অনবদ্য মানসিক তাগিদ। ম্যাচ এবং হৃদয় জিতল জিম্বাবোয়ে। সুপার টুয়েলভে যেতে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জিততেই হত। দিনের প্রথম ম্যাচে সুপার টুয়েলভ নিশ্চিত করেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড-জিম্বাবোয়ের মধ্যে যে জিতবে, সুপার টুয়েলভে। চাপের ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং এবং বুদ্ধিদীপ্ত ব্যাটিং। গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভ নিশ্চিত করল জিম্বাবোয়ে। স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারাল তারা। সিকান্দার রাজা রানের গতি ঠিক রাখলেন, একদিক আগলে রাখলেন অধিনায়ক ক্রেগ আরভিন। তবে ১৭ তম ওভারে আরভিন ফিরতেই সাময়িক আতঙ্ক জিম্বাবোয়ে শিবিরে। শেষ তিন ওভারে প্রয়োজন ১৪ রান, হাতে ৫ উইকেট। ক্রিজে রায়ান বার্ল ও মিল্টন শুম্বা। জয়সূচক রান না আসা অবধি মনসংযোগ হারালেন না। ৯ বল বাকি থাকতেই বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন রায়ান বার্ল। প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-এ জিম্বাবোয়ে।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্কটল্যান্ড অধিনায়ক। তাঁর ব্যাটিং বিভাগ অবশ্য সিদ্ধান্ত ঠিক প্রমাণ করতে পারল না। দ্রুতই মাইকেল জোন্স, ম্যাথু ক্রসের উইকেট হারায় স্কটিশরা। জর্জ মানজি, অধিনায়ক রিচি বেরিংটন এবং ক্যালাম ম্যাকলয়েড সাধ্যমতো চেষ্টা করেন বড় স্কোর গড়ার। ম্যাকলয়েড-মানজি জুটিতে ওঠে ৩৪ রান। মানজি-বেরিংটন জুটি যোগ করে ৪০ রান। জুটি হলেও রানের গতি টি-টোয়েন্টিসুলভ হল না। মানজি ৫৪ রান করেন। যদিও বল নিলেন ৫১। টি-টোয়েন্টিতে এই ইনিংস লো-স্কোর তাড়া করতে নেমে চলতে পারে,প্রথমে ব্যাট করে নয়। ক্যালাম ম্যাকলয়েড করলেন ২৬ বলে ২৫ রান। স্কটল্যান্ড ইনিংসে কখনও গিয়ার বদলাল না। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৩২ রান করে স্কটল্যান্ড। এর মধ্যে ১৬ রান এসেছে অতিরিক্ত থেকে।
জিম্বাবোয়ের কাছে এই রান তাড়া করার মতোই। অন্তত তাদের গত এক বছরের পারফরম্যান্স বিচার করলে অবশ্যই। তার সবচেয়ে বড় ভরসা সিকান্দার রাজা। সাদা বলে অনবদ্য ছন্দে রয়েছেন রাজা। আরও একবার ভরসা দিলেন মরণ বাঁচন ম্যাচে। মাত্র ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবোয়ে। ইনিংসের তৃতীয় বলেই ফেরেন রেগিস চাকাভা। অতিরিক্ত তাড়াহুড়োয় উইকেট উপহার দিয়ে আসেন ওয়েসলি মাধবেরে (০)। অভিজ্ঞ শন উইলিয়ামসও ভরসা দিতে পারলেন না। মাত্র ১২ বলে ৭ রানে ফেরেন তিনি। অধিনায়ক ক্রেগ আরভিন এবং সিকান্দার রাজা জুটি ভরসা দেয় জিম্বাবোয়েকে। আরভিন ইনিংস অ্যাঙ্কর করেন, উল্টোদিকে বিধ্বংসী ব্যাটিং সিকান্দার রাজার। তবে ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে স্লোয়ার বাউন্সারের ফাঁদে রাজা। পুল শট খেলার চেষ্টা, গ্লাভসে বল লেগে কিপারের হাতে। মাত্র ২৩ বলে ৪০ রানের অনবদ্য ইনিংস রাজার।