সুশীলের খোঁজ দিতে পারলে ১ লক্ষ পুরষ্কার
ডিসিপি (উত্তর-পশ্চিম) ঊষা রঙ্গরানি বলেছেন, 'সুশীল কুমারের যিনি খোঁজ দিতে পারবেন তাঁকে ১ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে। আর যিনি অজয়ের খোঁজ দিতে পারবেন তিনি পাবেন ৫০ হাজার টাকা।'
নয়াদিল্লি: লুক আউট নোটিশ জারি করেও কোনও লাভ হয়নি। দিল্লি হাইকোর্ট ২ দিন আগে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তাতেও কোনও লাভ হচ্ছে না দেখে দিল্লি পুলিশ সুশীল কুমারের খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করল।
২ বারের অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাগর রাণা হত্যাকাণ্ডে জড়িত। ২৩ বছরের এক উঠতি রেসলার দুই দল কুস্তিগীরের ঝামেলায় প্রাণ হারিয়েছিলেন। তদন্তে নেমে পুলিশ সুশীল কুমারের জড়িত থাকার অনেক তথ্য প্রমাণই হাতে পেয়েছে। যার ভিত্তিতে সুশীলের জন্য চিরুণী তল্লাশি চালানো হচ্ছিল। ১২ দিন পেরিয়ে গেলেও দুরন্ত সাফল্য পাওয়া অলিম্পিয়ান এখনও ধরা দেননি। যে কারণে বাধ্য হয়ে দিল্লি পুলিশকে সুশীল কুমারের খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকাপুরষ্কার ঘোষণা করতে হল। শুধু তাই নয়, ওই ঘটনায় জড়িয়ে থাকা অজয় কুমার নামের এক ফিজিক্যাল এডুকেশন টিচারের খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকার পুরষ্কার পাওয়া যাবে।
ডিসিপি (উত্তর-পশ্চিম) ঊষা রঙ্গরানি বলেছেন, ‘সুশীল কুমারের যিনি খোঁজ দিতে পারবেন তাঁকে ১ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে। আর যিনি অজয়ের খোঁজ দিতে পারবেন তিনি পাবেন ৫০ হাজার টাকা।’
ছত্রসাল স্টেডিয়াম দখলে রাখার জন্যই এই ঝামেলা বলে জানাচ্ছে পুলিশ কর্তৃপক্ষ। সাগর রাণা সহ আরও অনেক উঠতি কুস্তিগীর সুশীলের আচরণে রীতিমতো বিরক্ত ছিল। এমনও শোনা যাচ্ছে, সুশীল যার উপর বিরক্ত হন তিনি আর ছত্রসালে প্র্যাকটিসই করতে পারেন না। এই কারণে ৫ মে, দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি দিয়ে ঝামেলা শুরু। যা গড়ায় হাতাহাতিতে। আর সেই তাণ্ডবের মাঝেই মৃত্যু হয় সাগর রাণার। দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক বলছেন, ‘আমরা ইতিমধ্যেই দিল্লি সরকারের কাছে সুশীল সম্পর্কে যাবতীয় তথ্য চিঠি মারফত জানিয়েছি। ও যে এই ঘটনায় ঘনিষ্ঠভাবে জড়িত, তার যাবতীয় তথ্যও পাঠানো হয়েছে। ও যে দফতরে চাকরি করে, তারা যাতে ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় সে ব্যাপারেও অনুরোধ করা হয়েছে। শুধু তাই নয়, সুশীলের ওই ঘনিষ্ঠ অজয় কুমার সম্পর্কেও স্কুল দফতরকে চিঠি পাঠিয়েছি আমরা।’
আরও পড়ুন:ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ খারিজ আইসিসির
অতিরিক্ত ডিসিপি ডঃ গুরিক বাল সিং সিধু বলেছেন, ‘অভিযুক্তদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ওই জেরায় সুশীলের নামই সবাই বলেছে। ওকে খুঁজে বার করার জন্য আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছি। কিন্তু কোথাওই সুশীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ অজয় কুমারও।’সাগর রাণা হত্যাকাণ্ডে জড়িয়ে পড়া সুশীল কুমারের ভবিষ্যত্ কিন্তু সুতোয় দুলছে!