Lionel Messi: ‘মেসিকে চাই’, সৌদির গ্যালারিতে পোস্টার, রেগে গেলেন রোনাল্ডো!
রোনাল্ডো আছেন, কিন্তু তাঁর চির প্রতিদ্বন্দ্বীকে না পেলে জমবে কেন? এ বার মেসিকে পেতে জোরালো দাবি তুলে দিল সৌদি আরবের ফুটবল ভক্তরা। যা দেখে রোনাল্ডো কী বললেন?

দুবাই: সমর্থকদের চাহিদা মতো প্রায়ই সিদ্ধান্ত নিয়ে থাকে টিম ম্যানেজমেন্ট। প্রায়ই শোনা যায় সমর্থকদের ইচ্ছেকে মান্যতা দিয়ে কোনও কোনও প্লেয়ারকে ক্লাবে নিয়ে আসেন কর্তারা। সে কথা মাথায় রেখেই এ বার লিওনেল মেসিকে (Lionel Messi) ক্লাবে আনতে বলছেন আল-ইত্তিহাদ সমর্থকরা। সৌদি প্রো লিগে ইতিমধ্যেই অল নাসের (Al-Nasser) যোগ দিয়েছেন সিআর সেভেন (Cristiano Ronaldo)। খেলছেন চেনা ছন্দেই। রোনাল্ডোর এই দলের বিরুদ্ধেই পরবর্তী ম্যাচ রয়েছে আল ইত্তিহাদের।ঠিক এই ম্যাচের আগেই এলএম টেনকে দলে চাইছেন ক্লাবের সমর্থকরা। মেসির ছবি দিয়ে জার্সি বানিয়েছেন ইত্তিহাদ সমর্থকরা। গ্যালারিতে তুলে ধরেছেন প্ল্যাকার্ড। মেসিকে চাই, এই আবেদনই জানালেন আল ইত্তিহাদের একঝাঁক সমর্থক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
ইত্তিহাদের বিরুদ্ধে মাঠে নামার আগে রোনাল্ডোদের প্রস্তুতির সময় দর্শকদের মুখে শোনা যায় মেসির নাম। একঝাঁক সমর্থক সমবেত কন্ঠে দাবি তুলে দিলেন, মেসি যেন তাঁদের ক্লাবে খেলেন। মেসিকে পাওয়ার আগে অবশ্য আল ইত্তিহাদ যথেষ্ট ভালো ফুটবল খেলছে। আল নাসেরকে তারা ১-০ হারিয়েছে। ২০ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসের। রোনাল্ডোর টিমের পয়েন্ট ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট। ম্যাচের পর সাজঘরে ফেরার পথে বেশ হতাশ দেখায় সিআর সেভেনকে। এমনকি রেগে গিয়ে অধিনায়ক ‘আর্মব্যান্ড’ ছিঁড়ে ফেলেন তিনি। রাগে এবং হতাশায় মাথা নাড়তে নাড়তে মাঠ থেকে উঠে আসেন রোনাল্ডো। জলের বোতলে লাথি মেরে রাগ প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। টিমের হারে নাকি গ্যালারি থেকে ‘মেসিকে চাই’ স্লোগান আরও বেশি রাগিয়ে দিয়েছে তাঁকে, তা অবশ্য বোঝা যায়নি।
??? Cristiano Ronaldo no aguantó más y reaccionó ante los hinchas que le gritaban “Messi, Messi”
??❌ El portugués que se desempeña en el Al Nassr le hizo gestos a los hinchas que coreaban el nombre del rosarino. Para peor, terminó perdiendo el clásico ante Al Ittihad por 1-0 . pic.twitter.com/CRTzjweM7f
— Diario La Capital (@lacapital) March 10, 2023
এই নিয়ে সৌদি প্রো লিগে দ্বিতীয় বার হারল রোনাল্ডোর নেতৃত্বাধীন আল নাসের। শেষ দুটি ম্যাচে গোল পাননি পর্তুগিজ তারকা। ম্যাচের পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ বিষয়ে মন্তব্য করেন তিনি। এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছেন রোনাল্ডো। আল নাসেরকে চ্যাম্পিয়ন করতে না পারলে কিন্তু রোনাল্ডোকে সমালোচনার মুখে পড়তে হবে। বিপুল অর্থ দিয়ে আল নাসের তাঁকে নিয়েছে। সেই কারণেই আরও মরিয়া হয়ে উঠেছেন রোনাল্ডো।
Messi is not even there oo, and Al Nassr with Ronaldo are losing against Al Ittihad. Chant Messi for me there?? pic.twitter.com/k4gwK0XKu3
— Kuame Oliver.? (@KuameOliver_) March 10, 2023
মেসি আর রোনাল্ডোর দ্বৈরথ নতুন নয়। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে যতদিন এই দুই তারকা খেলেছেন, ততদিনই তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হননি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে আল নাসেরে রোনাল্ডো যোগ দেওয়ার পর পিএসজির সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলা হয়েছিল। যেখানে মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখা গিয়েছে।





