Manchester United: রোনাল্ডোর সদ্য প্রাক্তন ক্লাব কিনতে আগ্রহী অ্যাপল!
বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব হতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সদ্য প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ম্যাঞ্চেস্টার: ক্লাব থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিদায়ের পরই দেনায় ডুবে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিক্রির খবর ঘুরে বেড়াচ্ছে। ক্লাব বিক্রি করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে গ্লেজার পরিবার। ১৭ বছর পর গ্লেজার পরিবারের হাত থেকে ক্লাবের মালিকানা যাবে অন্য কারও হাতে। আর সেই অন্য কেউ হতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যে কোম্পানির লেটেস্ট মোবাইল, ঘড়ি কেনার জন্য মুখিয়ে থাকেন, সেই টিম কুকের কোম্পানি রেড ডেভিলদের কেনার জন্য মুখিয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ম্যান ইউ কেনার জন্য ৫.৮ মিলিয়ন পাউন্ড খরচ করতে তৈরি কোম্পানিটি।
শোনা যাচ্ছে মার্কিন বিলিয়েনেয়র গ্লেজাররা ধুঁকতে থাকা ম্যান ইউয়ের জন্য আটশো কোটি পাউন্ড দর হেঁকেছিল। তাতে খুব একটা আগ্রহী দেখায়নি কোনও ক্রেতা। পরে নিজেদের ভুল বুঝতে পেরে দর নামিয়ে নিয়ে আসে। সর্বোচ্চ দরপত্র যারাই দেবে তাদের হাতেই ক্লাব তুলে দেবে মার্কিন ব্যবসায়ী আব্রাম গ্লেজার ও জোয়েল গ্লেজার। অ্যাপলের অ্যানুয়াল রেভেনিউ ৩২৬ বিলিয়ন ইউরো। টিম কুকের কোম্পানির হাতে পড়লে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাকে ডিঙিয়ে পয়লা নম্বর ধনী ফুটবল ক্লাবে পরিণত হতে পারে ম্যান ইউ।